/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/dance-dance-junior1.jpg)
খুব শিগগিরিই আসছে টেলিভিশনের জনপ্রিয় নাচের রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior Season 2)-এর দ্বিতীয় মরসুম। আর সেখানেই একেবারে ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন সকলের প্রিয় 'এমজি' অর্থাৎ মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ধূসর দাঁড়ি, কাঁধ বরাবর চুল, এই মিঠুনকে যেন চেনাই দায়! মহাগুরুর লুকে যেমন চমক রয়েছে, তেমনই এই ডান্স রিয়ালিটি শোয়েও দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। আর এবারের সিজনেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অভিনেতা দেবকেও (Dev)।
সম্প্রতি স্টার জলসার তরফে তাদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানানো হয়েছে। অভিনেতা দেবও মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে শোয়ের পোস্টার শেয়ার করে লিখেছেন, "গুরু এবং দেব প্রথমবার একসঙ্গে আসছে টেলিভিশনের পর্দায়। ডান্স রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে। তৈরি থাকুন।"
Guru & Dev are coming together for the very 1st time on Indian Television to Judge a Dance Reality Show!
Stay Tuned for more!!#GuruDev#DanceDancejuniorseason2 ???????? https://t.co/xi7yk6ML7O— Dev (@idevadhikari) November 30, 2020
তা কবে থেকে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ দেখতে পাবেন টেলিদর্শকরা? জানা যাচ্ছে, স্টার জলসার কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’ শেষ হলেই শুরু হয়ে যাবে এই নতুন শোয়ের সম্প্রচার।