Advertisment
Presenting Partner
Desktop GIF

শ্যামপুরে তনুশ্রীর হয়ে প্রচারে মিঠুন, 'মেয়ের মতো আগলে রাখলেন' পদ্মপ্রার্থী নায়িকাকে

'এক চক্রবর্তীর' হয়ে বিনোদন জগতের 'আরেক চক্রবর্তী' ভোটপ্রার্থনা করলেন। প্রচার গাড়ি থেকেই রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি ছুঁড়ে মিঠুন জানিয়ে দিলেন, "বাংলায় পরিবর্তন আসছেই। সোনার বাংলা হবেই।"

author-image
IE Bangla Web Desk
New Update
tanusree

চোখে রোদচশমা। গলায় মালা। পরনে গেরুয়া উত্তরীয়। বাংলার মানুষের চেনা সেই সুপারস্টার হাবভাব! এমনভাবেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রচারের ময়দানে ছুটে বেড়াচ্ছেন 'মোদীর তারকা সেনাপতি' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুক্রবার হুগলির পুরশুড়ায় রোড শোয়ে হাজির হলেন মহাগুরু। প্রায় ৪ কিলোমিটার রাস্তা রোড শো করলেন। এরপরই হেলিকপ্টারে করে সোজা অবতরণ হাওড়ার শ্যামপুরে। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তাঁর হয়েই শ্যামপুরবাসীর কাছে ভোটপ্রার্থনা করলেন। শুধু তাই নয়, এলেন, ভোটভিক্ষা করলেন এবং আম-জনতার মনও জয় করলেন বইকী! কপ্টার থেকে নেমে প্রচার সারা অবধি পদ্ম শিবিরের তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীকে একেবারে মেয়ের মতোই আগলে রাখলেন।

Advertisment
publive-image

শুক্রবার শ্যামপুরে (Shyampur) জমজমাট প্রচার কর্মসূচী হল। হুডখোলা গাড়িতে এক চক্রবর্তীর হয়ে বিনোদন জগতের আরেক চক্রবর্তী ভোটপ্রার্থনা করলেন।

tanusree1

সুপারস্টার মিঠুনকে একঝলক চোখের দেখা দেখতে সে কী ভীড়! রাস্তার দুপাশে, বাড়ির বারান্দা, টিনের চাল-ছাদ যেন উপচে পড়ছে জনতার ঢল। করজোরে তাঁরা স্বাগত জানাচ্ছেন বাংলার ঘরের ছেলে সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে। তাতে হাত নেড়ে সাড়াও দিচ্ছেন মহাগুরু। বেজায় খোশমেজাজে ধরা দিলেন। কখনও সংলাপে আবার কখনও কোমর দুলিয়ে জমিয়ে দিলেন গণদেবতাকে। একইসঙ্গে সেই প্রচার গাড়ি থেকেই রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি ছুঁড়ে মিঠুন জানিয়ে দিলেন, "বাংলায় পরিবর্তন আসছেই। সোনার বাংলা হবেই।"

tanusree

পাশাপাশি বাংলার 'সন্ত্রাস' প্রসঙ্গও উত্থাপন করে এর বিরুদ্ধে সরব হতে দেখা গেল 'ডিস্কো ডান্সার'কে। তাঁর কথায়, "এই সন্ত্রাসকবলিত বাংলা আমরা কেউ চাই না। কিন্তু বিজেপি (BJP) এলে বাংলা সন্ত্রাসমুক্ত হয়ে যাবে।" 'মহাগুরু'কে ঘিরে এদিন নিরাপত্তা ব্যবস্থাও ছিল আটোসাঁটো। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই ভোটপ্রচার করলেন তিনি। গরমের তোয়াক্কা না করে আট থেকে আশি সকলেই রাস্তায় জমায়েত করেছিলেন এদিন। মিঠুনকে সামনে থেকে দেখতে পেয়ে আনন্দিত এলাকাবাসীও। তবে ভোটবাক্সে 'মিঠুন-ম্যাজিক' তনুশ্রী হয়ে কতটা প্রভাব খাটাতে পারে? তার উত্তর মিলবে আগামী ২মের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) মার্কসিটেই।

publive-image
bjp mithun chakraborty West Bengal Assembly Election 2021 Tanusree Chakraborty Shyampur
Advertisment