সুপারস্টার মিঠুনকে একঝলক চোখের দেখা দেখতে সে কী ভীড়! রাস্তার দুপাশে, বাড়ির বারান্দা, টিনের চাল-ছাদ যেন উপচে পড়ছে জনতার ঢল। করজোরে তাঁরা স্বাগত জানাচ্ছেন বাংলার ঘরের ছেলে সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে। তাতে হাত নেড়ে সাড়াও দিচ্ছেন মহাগুরু। বেজায় খোশমেজাজে ধরা দিলেন। কখনও সংলাপে আবার কখনও কোমর দুলিয়ে জমিয়ে দিলেন গণদেবতাকে। একইসঙ্গে সেই প্রচার গাড়ি থেকেই রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি ছুঁড়ে মিঠুন জানিয়ে দিলেন, "বাংলায় পরিবর্তন আসছেই। সোনার বাংলা হবেই।"
পাশাপাশি বাংলার 'সন্ত্রাস' প্রসঙ্গও উত্থাপন করে এর বিরুদ্ধে সরব হতে দেখা গেল 'ডিস্কো ডান্সার'কে। তাঁর কথায়, "এই সন্ত্রাসকবলিত বাংলা আমরা কেউ চাই না। কিন্তু বিজেপি (BJP) এলে বাংলা সন্ত্রাসমুক্ত হয়ে যাবে।" 'মহাগুরু'কে ঘিরে এদিন নিরাপত্তা ব্যবস্থাও ছিল আটোসাঁটো। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই ভোটপ্রচার করলেন তিনি। গরমের তোয়াক্কা না করে আট থেকে আশি সকলেই রাস্তায় জমায়েত করেছিলেন এদিন। মিঠুনকে সামনে থেকে দেখতে পেয়ে আনন্দিত এলাকাবাসীও। তবে ভোটবাক্সে 'মিঠুন-ম্যাজিক' তনুশ্রী হয়ে কতটা প্রভাব খাটাতে পারে? তার উত্তর মিলবে আগামী ২মের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) মার্কসিটেই।