দিন দুয়েক আগেই গুজব রটেছিল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) করোনায় আক্রান্ত। তবে সেসব রটনা উড়িয়ে দিয়ে অভিনেতা খবর দিয়েছিলেন যে তিনি বহাল তবিয়তে রয়েছেন। করোনা (Covid-19) হয়নি তাঁর। ভোটও দিতে যাবেন। সেই কথাই রাখলেন মিঠুন। রাজ্যের অষ্টম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রয়োগ করলেন নিজের গণতান্ত্রিক অধিকার। ভোট দিয়ে বেরিয়েই 'মোদির তারকা সেনাপতি'র মুখে স্পষ্ট মন্তব্য, "বাংলায় এর আগে এত শান্তিপূর্ণ ভোট কখনও দেখিনি।" পাশাপাশি নিরাপত্তা বাহিনির প্রশংসাতেও পঞ্চমুখ তিনি।
উল্লেখ্য, উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি। বৃহস্পতিবার সকাল ৭. ৫০ নাগাদ ভোটপুজোর শেষ পর্বে নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে সেখানেই ভোট দিতে আসতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। বুথ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, "এর আগে এত শান্তিপূর্ণভাবে ভোট কখনও দিইনি। নিরাপত্তিবাহিনীদের অসংখ্য শুভেচ্ছা।" পাশাপাশি সকলের উদ্দেশে ‘মহাগুরু’র বার্তা, "ভালভাবে ভোট দিন, ওটা আপনার গণতান্ত্রিক অধিকার।"
প্রসঙ্গত, বিজেপিতে যোগ দানের পরই কাশীপুর-বেলগাছিয়ায় (Kashipur-Belgachia) বোনের বাড়ির ঠিকানায় ভোটার হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপরই জল্পনা তুঙ্গে পৌঁছেছিল যে, ওই কেন্দ্র থেকেই হয়তো বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কিন্তু শেষমেষ নির্বাচনী লড়াইয়ে শামিল হননি মিঠুন চক্রবর্তী। তবে গত ১ মাস ধরে মোদীর তারকা সেনাপতির মতোই বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন ভোট প্রচারের জন্য। কারণ, বাংলায় পদ্ম ফোটানোর লড়াইয়ে তিনিও এখন গেরুয়া শিবিরের শরীক।
প্রচারের ময়দানে রাজ্যের শাসকদলকে বিঁধতেও ছাড়েননি। এবার নির্বাচনী প্রক্রিয়ার শেষপর্বে এসে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সকলকে ভোটদানের নিদান দিতে দেখা গেল তাঁকে। তবে একুশের বিধানসভার ভোটবাক্সে 'মিঠুন-ম্যাজিক' বিজেপির (BJP) দিকে পাল্লা কতটা ভারী করতে পারল? তার উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই।