New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Mithun-Chakraborty.jpg)
উস্কানিমূলক মন্তব্য মামলায় হাইকোর্টে স্বস্তি মিলল না মিঠুনের
গুজব উড়িয়ে আর কী বললেন মোদীর তারকা সেনাপতি?
উস্কানিমূলক মন্তব্য মামলায় হাইকোর্টে স্বস্তি মিলল না মিঠুনের
মঙ্গলবার বেলা বাড়তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল! "মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) করোনায় আক্রান্ত, রয়েছেন হোম আইসোলেশনে…" এহেন কথায় ছয়লাপ নেটদুনিয়া। অমনি নেটজনতার একাংশ যখন মহাগুরুর আরোগ্য কামনায় রত, তার মাঝেই আরেক দল আবার মোদীর তারকা সেনাপতির উদ্দেশে আক্রমণবাণ ছুঁড়েছেন- "ভোটপ্রচারে গিয়ে কতজনের শরীরে করোনা ছড়িয়ে এলেন?" জাতীয়স্তরের বেশকিছু সংবাদমাধ্যমেও বিজেপির সুপারস্টার প্রচার অস্ত্রের করোনায় কাবু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে রাজনৈতিক মহল তথা বিনোদুনিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ মুখ খুলতে বাধ্য হন মিঠুন চক্রবর্তী। সাফ জানিয়ে দেন, "তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর আদতে রটনা। গত এক মাস ধরে নির্বাচনী প্রচারের ময়দানে দাপিয়ে বেড়ানোর এবার তিনি পুরোপুরি ছুটির মেজাজে। আলুপোস্ত, বিউলির ডাল খেয়ে দিন কাটাচ্ছেন।"
ডিস্কো ডান্সারের অনুরাগীদের জন্য স্বস্তির খবর, না, মিঠুন চক্রবর্তীর কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ নয়। সুস্থই রয়েছেন ৭০ বছর বয়সি অভিনেতা। গুজব উড়িয়ে বরং বলেছেন, "বাংলায় গত ১ মাস ধরে যে হারে প্রচার করেছি, এবার আলুপোস্ত, বিউলির ডাল খেয়ে একটু ছুটি কাটাচ্ছি।" আসলে দীর্ঘ কয়েক দশক মুম্বইতে থেকেও বাঙালিয়ানা তাঁর মধ্যে আজও রয়ে গিয়েছে। তাই পাতে প্রিয় বিউলি ডাল আর পোস্ত পেলে বেজায় খুশি হন তিনি।
প্রসঙ্গত, প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বাংলায় পদ্ম ফোটানোর লড়াইয়ে গেরুয়া শিবিরের শরীক এখন মিঠুন চক্রবর্তীও। ভোটে লড়ছেন না ঠিকই, কিন্তু নির্বাচনী প্রচারের জন্য বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন ‘মোদীর তারকা সেনাপতি’ মিঠুন। দিন দুয়েক আগেই নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও কোভিড সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মালদায় রমরমা ভোটপ্রচার করে চক্ষুশূল হয়েছিলেন তিনি। বিনোদুনিয়ার সুপারস্টারকে দেখতে সেদিন প্রচারসভায় উপচে পড়েছিল জনতার ঢল। অতঃপর কোভিড বিধি মানার কোন বালাই ছিল না। সামাজিক দূরত্বও শিকেয়! মাস্কহীন মুখের ভীড়। ফলস্বরূপ, মোদীর তারকা সেনাপতির বিরুদ্ধে উঠেছে বিধিভঙ্গের অভিযোগ। কিন্তু, এবার শুধু অষ্টম দফা নির্বাচন বাকি। অতঃপর অতিমারীর এহেন বাড়বাড়ন্তের মাঝেও প্রচারের ময়দান থেকে রেহাই মিঠুনের। তাই এবার ছুটি কাটাচ্ছেন। তবে পুরোদস্তুর বাঙালি খানা-পিনায়।