/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/mithun-1.jpg)
মিঠুন চক্রবর্তী
নতুন প্রজন্ম, বিশেষ করে দুই জেনারেশন আগের মানুষদের পক্ষে এই প্রজন্মের সঙ্গে নিজেদের মিলিয়ে নেওয়া একটু কষ্টদায়ক! তাঁদের পছন্দ থেকে মানসিকতা সবকিছুই, অনেকটা অন্যরকম। এবার, নতুন প্রজন্মকে নিয়েই আওয়াজ তুললেন মিঠুন।
ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে বর্তমান প্রজন্মের কান্ড কারখানা প্রসঙ্গে কিছুটা বিরক্ত মিঠুন। স্বাধীনতা এবং সেই স্বাধীনতার অপব্যবহার নিয়ে আওয়াজ তুললেন মহাগুরু। দেশের নতুন প্রজন্ম কিছুই শিখছে না। বরং, তাঁরা সবসময় নিজেদের আনন্দ ফুর্তিতে ব্যস্ত। মিঠুন বলছেন...
"নতুন প্রজন্ম কী করছে? ওরা কিছুই জানতে চায় না। যে স্বাধীনতা আমরা পেয়েছি তাঁর মূল্য কতটা, এটা বোঝার বোধ ওদের নেই। আমার মনে হয় যদি নতুন প্রজন্মকে আরও বেশি করে পুশ করা যায়, এসব বিষয়ে শেখানো যায়, আরও বেশি করে জানানো যায়। তাহলে খুব ভাল হবে।" বিশেষ করে মিঠুন স্কুল পড়ুয়াদের নিয়েও বেশ চিন্তিত। কেন?
আরও পড়ুন - মেয়েকে নিয়ে চিন্তিত? ‘আমি আর জোগিতা মরেই যাব…’, বুকফাটা আর্তনাদ মিঠুনের
দেশের স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে আদৌ শিশুরা জানে কিনা এই নিয়েও সন্দেহ রয়েছে তাঁর। মিঠুন বললেন, "স্কুল এর ক্ষেত্রে বিষয় সামগ্রী একটু পাল্টানো উচিত। বাচ্চাদের জানানো উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামের কান্ডারী কারা। তাহলে আমার মনে হয় সমাজের একটা অন্য দিক সহজেই প্রকাশ পায়।"
উল্লেখ্য, ড্যান্স বাংলা ড্যান্স এ মহাগুরুর আসন সামলানোর সঙ্গে সঙ্গে তিনি ছবির কাজও বন্ধ রাখেননি। কাবুলিওয়ালা হিসেবে তাঁকে দেখা যেতে চলেছে। দেবের প্রজাপতি ছবিতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে।