Advertisment

‘এবার পরিবর্তন হবে, সোনার বাংলা হবে’, দোলে প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী ‘মহাগুরু’

ডেবরায় এবার দুই প্রাক্তন আইপিএস-এর লড়াই। অর্থাৎ বিজেপির ভারতী ঘোষ বনাম তৃণমূলের হুমায়ুন কবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Mithun Chakraborty, Poll Campiagn, Road Show, BJP

দোলের দিন এক নির্বাচনী রোড শোয়ে মিঠুন চক্রবর্তী। ছবি: ANI

তিনি কলকাতার ভোটার হয়েছেন। কিন্তু তিনি বিজেপির প্রার্থী হননি। কেন, প্রশ্নে তিনি জবাব দিয়েছেন, ‘যদি স্বার্থপর হয়ে যান, তাই।‘ তবে এবার জঙ্গলমহল-সহ পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোটের লিড ধরে রাখতে মিঠুন চক্রবর্তীতে আস্থা রাখছে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়ার ইন্দাস, ডেবরা, চন্দ্রকোনায় এগিয়ে বিজেপি। যদিও গত লোকসভায় কেশপুর আসনে প্রায় ৯২ হাজার ভোটে পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। এবার তাই সেই কেন্দ্রে দাঁত ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। ডেবরায় এবার দুই প্রাক্তন আইপিএস-এর লড়াই। অর্থাৎ বিজেপির ভারতী ঘোষ বনাম তৃণমূলের হুমায়ুন কবির।   

Advertisment

সেই কারণেই গত ২৫ মার্চ থেকে পথে নেমেছেন মিঠুন। আর রবিবার, দোলের দিনও ফের বিজেপির হয়ে প্রচারে তিনি। আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু হয় তাঁর কর্মসূচি। এখানে বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার সমর্থনে পথে নামেন তিনি। জনতার উদ্দেশে হাত নাড়লেন তারকা। পাল্টা হাত নেড়ে অভিবাদন জানাল জনতাও। মিঠুনের বার্তা, ‘এবার পরিবর্তন হবে, সোনার বাংলা হবে, ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে। প্রথম দফার ভোট দেখে বোঝা যাচ্ছে সরকার বদলাচ্ছে।’

২ কিলোমিটার রোড শোয়ে অংশ নিয়ে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে উড়ে যায় অভিনেতার হেলিকপ্টার। আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার। কিন্তু কখন কাছে আসবেন অভিনেতা, তারই অপেক্ষায় অগুনতি মানুষ।

২০১০ সালে শেষবার কেশপুরে এসেছিলেন মিঠুন। তখন প্রচার করেছিলেন তৃণমূলের হয়ে। তবে মাঝে পেরিয়ে গেছে দশটা বছর। বদল এসেছে রাজনৈতিক সমীকরণের। মিঠুন এখন বিজেপির এক নম্বর তারকা প্রচারক। এদিন কেশপুরে সাড়ে ১২ মাইল থেকে রোড শো শুরু করেন মিঠুন। ঠিক ছিল ২ কিলোমিটার রোড শো করবেন তিনি। তবে অন্য কর্মসূচি থাকার করার জন্য মাঝপথে নেমে যান মিঠুন। তাঁকে দেখতে, উপচে পড়া ভিড়। কাতারে কাতারে মানুষ। কারোর মাথায় আবির, কারোর মুখে মুখোশ। গত লোকসভা ভোটে মেদিনীপুরে বিজেপি ভাল ফল করলেও, কেশপুর কেন্দ্রে প্রায় ৯২ হাজার ভোটে পিছিয়ে পড়েছিল বিজেপি। কেশপুর ঘুরলে বিজেপির উপস্থিতিও কম। শিউলি সাহার হোর্ডিং-পোস্টার ভর্তি। মিঠুনকে সামনে রেখে জনজোয়ার কেশপুরের রাস্তায়।

চন্দ্রকোণা বিধানসভার রামজীবনপুরে প্রার্থী শিবরাম দাসের সমর্থনে যান মিঠুন। জারা থেকে রামজীবনপুর পর্যন্ত রোড শো করার কথা ছিল তাঁর। ৮ কিমির বদলে ২ কিমি রোড শো করে কেশপুরে চলে যান তিনি

West Bengal Election 2021 Road Show Jungle Mahal Bankura mithun chakraborty bjp
Advertisment