Mithun Chakraborty: জাতীয় পুরস্কার আর না? 'অস্কারের জন্য চেষ্টা..', বেঙ্গল ফাইলস নিয়ে অকপট মিঠুন

মিঠুন চক্রবর্তী, ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে, নানা ভাষায় নানা ছবিতে অভিনয় করেছেন। এবং খেয়াল করলে দেখা যাবে, তিনি শুধু অভিনেতাই নয় বরং, রাজনীতির ময়দানে তাঁকে দেখা গিয়েছে নেতৃত্ব করতে...

মিঠুন চক্রবর্তী, ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে, নানা ভাষায় নানা ছবিতে অভিনয় করেছেন। এবং খেয়াল করলে দেখা যাবে, তিনি শুধু অভিনেতাই নয় বরং, রাজনীতির ময়দানে তাঁকে দেখা গিয়েছে নেতৃত্ব করতে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mithun chakraborty dadasaheb phalke award

কেন আর পাবেন না তিনি জাতীয় পুরস্কার? Photograph: (ফাইল)

মৃগয়া দিয়ে শুরু। আর সেই ছবিতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। মিঠুন চক্রবর্তীকে তাঁর গায়ের রঙের জন্য বারবার রিজেক্ট হতে হয়েছে। কিন্তু, মৃণাল সেনের সঙ্গে প্রথম ছবিতে তাঁকে জাতীয় পুরস্কার নিতে দেখে অনেকেই চমকে উঠেছিলেন। তারপর থেকে তাঁকে অনেক পুরস্কার নিতে দেখা গিয়েছে। শেষ পুরস্কার পেয়েছেন দাদাসাহেব ফালকে। তবে, আর যে জাতীয় পুরস্কার পাবেন না এবার সেকথাই প্রকাশ্যে জানিয়েছেন।

Advertisment

মিঠুন চক্রবর্তী, ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি একাধারে, নানা ভাষায় নানা ছবিতে অভিনয় করেছেন। এবং খেয়াল করলে দেখা যাবে, তিনি শুধু অভিনেতাই নয় বরং, রাজনীতির ময়দানে তাঁকে দেখা গিয়েছে নেতৃত্ব করতে। বর্তমানে তিনি ব্যস্ত, দ্যা বেঙ্গল ফাইলস নিয়ে। এই ছবি নাকি বাংলার প্রোপাগান্ডা ছবি। এই ছবি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। কিন্তু, বিবেক অগ্নিহোত্রী এই ছবি নিয়ে বেশ আশাবাদী। তিনি দাবি করেছেন, সব ছবিই প্রোপাগান্ডা। এবং, এই ছবিতে মিঠুন চক্রবর্তী রয়েছেন এক অনন্য ভূমিকায়। তবে, এই চরিত্র নিয়ে খুব একটা আশা নেই তাঁর। সাফ জানিয়েছেন, এসব চরিত্রে অভিনয় করলে জাতীয় পুরস্কার পাওয়া যায় না। এমনকি, আর তিনি জাতীয় পুরস্কার পাবেন না, এমনটাও শোনা গেল।

অভিনেতার কথায়, বাংলা ছবি কাবুলিওয়ালাকে পাঠানো হয়েছিল জাতীয় পুরস্কারের জন্য। কিন্তু, সেখান থেকে জানানো হয়, যাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়, তাঁদের আর জাতীয় পুরস্কার দেওয়া হয় না। কারণ, দাদাসাহেব ফালকে সিনেমার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান। তাই, আমি আর পাব না সেই পুরস্কার। এবার অস্কারের জন্য চেষ্টা করতে হবে। অভিনেতার ধারণা বলছে তিনি এবার জাতীয় পুরস্কার নাও পেতে পারেন।

Advertisment

প্রসঙ্গে, দেখা যায় মিঠুন চক্রবর্তী বেঙ্গল ফাইলস নিয়ে মুখ খুলেছিলেন আগেই। তাঁর মতে, এই ছবি তাঁর জন্মের আগের। তাই, বেশি ভেবে লাভ নেই। সত্যি জানতে হলে, মানুষকে সেই ছবি দেখতে হবে। কারণ, বিবেক ভুয়ো ছবি বানান না।

Entertainment News Entertainment News Today