মিঠুন চক্রবর্তী, 'দাদা অফ বলিউড' আজ এভাবেই তাঁকে চেনেন সকলে। কিন্তু আট কিংবা নয়ের দশকে 'ডিস্কো ডান্সার' মুভে বলিউডে কাঁপন ধরালেও খুব একাকীত্ব বোধ করতেন মিঠুন। কেন? নিজেই ফাঁস করলেন সেকথা।
একসময়ে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বলা হত- 'হটেস্ট স্টার অফ ইন্ডিয়া', অর্থাৎ ভারতের উষ্ণতম তারকা। লোকে ভাবত গ্ল্যামার, চাকচিক্য, সেলেবসুবো মানুষটার ধারেকাছে না যাওয়াই ভাল। বিশাল উচ্চতায় পৌঁছে গিয়েছেন তিনি। সেইসময়ে কেমন কাটত সুপারস্টার মিঠুন চক্রবর্তীর রোজকার জীবন? অভিনেতার কথায়, "যখন দেশের পয়লা নম্বর তারকা হয়ে উঠেছিলাম, ভাবতাম হা ঈশ্বর, কী একা লাগছে নিজেকে। সত্যিই ভীষণ একাকী কাটিয়েছি সেই বছরগুলো। কেউ আশেপাশে, ধারেকাছে নেই। সবাই বলত, দাদার কাছ থেকে দূরে থাকো। ও অনেক উঁচুতে পৌঁছে গিয়েছে। এমনকী বন্ধুরাও তখন আমার থেকে দূরত্ব তৈরি করে নিল। খুব অদ্ভূত একটা পরিবেশ তৈরি হয়েছিল আমার চারদিকে। রোজ সকালে ঘুম থেকে উঠতাম, শুটে যেতাম, আবার বাড়ি ফিরে এসে সেই একা একা কাটাতে হত। জনপ্রিয়তার শীর্ষে উঠেও এতটা একাকীত্ব ভোগ করতে হয়েছে।"
<আরও পড়ুন: ফের ফেসবুকে নিষিদ্ধ হলেন তসলিমা নাসরিন, কী কারণে?>
গত কয়েক দশক ধরে কীভাবে নিজের জায়গা ধরে রেখেছেন মিঠুন? সেই প্রসঙ্গে ডিস্কো ডান্সার-এর সাফ উত্তর, "সময়ের সঙ্গে নিজেকে বদলেছি আর দক্ষতার ওপর শান দিয়েছি। নিজস্ব ট্যালেন্ট থাকলে আর একজন প্রকৃত ভাল মানুষ হলে কেউ উন্নতি ঠেকাতে পারবে না। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হলে ট্যালেন্টের প্রয়োজন। শুধু একজনের দক্ষতাই পারে তাঁকে এগিয়ে নিয়ে যেতে। তবে হ্যাঁ, ভাল মানুষ হওয়াটাও জরুরী পাশাপাশি। মনের দিক থেকে ভাল না হলে মুহূর্তের মধ্যে সুপারস্টারডম মাটিতে মিশে যাবে। প্রত্যেককেই কর্মফল ভোগ করতে হয়। নিয়তি সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। কেউ তার থেকে পালাতে পারে না।"
মিঠুন চক্রবর্তী ফিল্মি কেরিয়ারের শুরুটা করেছিলেন ১৯৭৬ সালে। বাঙালি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ‘মৃগয়া’ ছবির সুবাদে অভিনয় জীবনে অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতে বেজায় বেগ পেতে হয়েছিল অভিনেতাকে। মিঠুনের চেহারা, এমনকী গায়ের রং নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বলিউডের ছবি নির্মাতারা। কাজ চাইতে গেলেই সপাটে মিঠুনের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন অনেকে। বলেছিলেন, “আয়নায় নিজের মুখ দেখেছো? কোনও দিক থেকে হিরোসুলভ ব্যাপার আছে তোমার চেহারায়?” দাঁতে দাঁত চেপে আজ তিনি বলিউডের 'দাদা'। সম্প্রতি মুক্তি পেল তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'বেস্টসেলার'। মার্চে রিলিজ করবে মিঠুনের 'দ্য কাশ্মীর ফাইলস'।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন