যার বাবা মিঠুন চক্রবর্তী, তাঁর আর যাই হোক, পরিচিতি নিয়ে কোনও অসুবিধা থাকার কথা নয়। কিন্তু, মিঠুন চক্রবর্তীর ছেলেদের কেবলমাত্র বাবার পরিচয়ে বেশ আপত্তি রয়েছে। কারণ?
কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন পুত্র নমশিকে বলতে দেখা যায়, বেশিরভাগই তাঁদের বাবার পরিচয়ে চেনেন। মায়ের পরিচয় কেউ মানতেই চায় না। আর এতেই তাঁদের আপত্তি। শুধু বাবা কেন, মায়ের পরিচয়ও বাঁচতে চান তাঁরা। বাবা মায়ের চার সন্তান, তিন ছেলে এবং এক মেয়ে। ডিসকো ড্যান্সার এর সন্তান হওয়ার কিছু সুবিধা তো রয়েছেই। কিন্তু, মাকে নিয়েও তাদের গর্বের শেষ নেই।
এক সাক্ষাৎকারে, মিঠুন পুত্র নমশির কথায়.. অনেকেই আমাদের বাবার পরিচয়ে চেনে। কিন্তু, আমাদের মা যে আশির দশকে এতগুলো সিনেমা করেছেন সেটা অনেকেই জানে না। তাঁর পরিচয়ে আমাদের কেউ চেনেই না। আমার মা কিন্তু সে যুগে একজন অসাধারণ অভিনেতা ছিলেন। মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা অন্যরকম। সেই আমাদের পরিবারকে বেঁধে রেখেছে। মা যোগিতাকে নিয়ে বেশ গর্ব হয় তাঁর।
আরও পড়ুন - ভারতের জন্য অনন্য সম্মান, এমি পুরস্কার নিয়ে দেশে ফিরছেন বীর দাস – একতা কাপুর
দীর্ঘদিনের সংসার মিঠুন এবং যোগিতার। একসঙ্গে এতগুলো বছর কাটিয়েছেন। একসময় লাগাতার কাজ করেছেন। প্রায় একশোটির বেশি ছবিতে কাজ করেছেন তিনি। নমশি বলেন..
আশির দশকে মা কাজ করেছেন ১০০টির বেশী ছবিতে। মায়ের অনেক সিনেমা আছে, যেগুলি যাতে আমরা না দেখি সেই চিন্তা করত মা। লজ্জা পেত। তবে, অনেক ছবি আছে আমার খুব ভাল লাগে। বাবার সঙ্গে মাকে অনস্ক্রিন দেখতেই খুব ভাল লাগত। অন্য হিরোর সঙ্গে দেখলে খুব খারাপ লাগত। বাবাকে অভিনয় করতে দেখলে অদ্ভুত লাগে না। কিন্তু, মাকে স্ক্রিনে দেখতে আজব লাগে।
উল্লেখ্য, মিঠুনের ছেলেদের মধ্যে দুজনেই অভিনয়ের সঙ্গে যুরেছেন। এমনকি তাঁর মেয়ে দিশানিও, এখন বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির মাধ্যমে ঝড় তোলেন তিনি। বড় ছেলের বউও জনপ্রিয় ধারাবাহিক অনুপমার চেনা মুখ।