Mithun Chakraborty-Dadasaheb Phalke: অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারের প্রাপক হিসেবে নামকরণ করা হয়েছে, যা সিনেমার ক্ষেত্রে অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ সরকারি সম্মান। তিনবারের জাতীয় পুরষ্কার বিজয়ী, যিনি তাঁর প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অভিনেতা এমন খুব কম ব্যক্তিদের মধ্যে একজন, হিন্দি, বাংলা, ভোজপুরি, ওড়িয়া, তেলেগু এবং তামিল ভাষায় ২০০টিরও বেশি চলচ্চিত্রের একজন অভিজ্ঞ।
হিস্ট্রিওনিক্স, এবং নৃত্য দক্ষতার জন্য পরিচিত, মিঠুন ৮০ এবং ৯০ এর দশকে একজন সুপারস্টার ছিলেন এবং গত কয়েক বছরে তিনি রিয়্যালিটি শোয়ের বিচারক ছাড়াও নানা ছবিতে কাজ করেছেন। তার জনপ্রিয় কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ডিস্কো ড্যান্সার, মৃগায়া, গুরু এবং ওহ মাই গড।
Mithun Da’s remarkable cinematic journey inspires generations!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 30, 2024
Honoured to announce that the Dadasaheb Phalke Selection Jury has decided to award legendary actor, Sh. Mithun Chakraborty Ji for his iconic contribution to Indian Cinema.
🗓️To be presented at the 70th National…
এই পুরস্কারের ঘোষণা করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, "মিঠুন দা'র অসাধারণ সিনেমাটিক যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে! দাদাসাহেব ফালকে নির্বাচনের জুরি কিংবদন্তি অভিনেতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা করে সম্মানিত। মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় তার আইকনিক অবদানের জন্য পুরস্কৃত হবেন।
অভিনেতা হিসেবে তিনি বাংলা ছবিতেও বেশ স্বনামধন্য ব্যক্তিত্ব। তার প্রথম ছবি মৃগয়া এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। আহিরিটোলার ছেলেটাকে সিনেমার প্রতি ভালবাসা শিখিয়েছিলেন সেন মহাশয় নিজেই। তারপর আরও দুটি ছবির জন্য পেয়েছেন পুরস্কার। দেবের সঙ্গে কাজ করেছিলেন প্রজাপতি ছবিতে। পেয়েছিলেন দারুণ প্রশংসা।
এবার, শাস্ত্রী ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। বহুবছর পর দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করছেন। শুভশ্রীর সঙ্গে সন্তান ছবিতে কাজ করেছেন।