মানুষের প্রাণ থাক বা না থাক, ভোট থেমে নেই। নির্বাচন কমিশনের নিষেধ সত্ত্বেও কোভিড সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমা ভোটপ্রচার করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। যার জেরে একদিকে নির্বাচনী-বিধি, অন্যদিতে কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠেছে 'মোদীর তারকা সেনাপতি'র বিরুদ্ধে। সরব তৃণমূলের নেতা-মন্ত্রীরাও। বিজেপির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
উল্লেখ্য, বাংলায় করোনা (Covid-19) পরিস্থিতির বাড়বাড়ন্তের মাঝেই নির্বাচনী প্রচারে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে নির্দেশ দেওয়া হয়েছিল যে, পাঁচশোর বেশি মানুষ নিয়ে জমায়েত করা যাবে না প্রচারসভায়। তবে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই মালদার (Maldah) বৈষ্ণবগড়ে জমিয়ে ভোটপ্রচার করে এলেন মিঠুন চক্রবর্তী। বিনোদুনিয়ার সুপারস্টারকে দেখতে এদিন প্রচারসভায় উপচে পড়ে জনতার ঢল। অতঃপর কোভিড বিধি মানার বালাই নেই। সামাজিক দূরত্বও শিকেয়! মাস্কহীন মুখের ভীড়। ফলস্বরূপ, মোদীর তারকা সেনাপতির বিরুদ্ধে উঠল বিধিভঙ্গের অভিযোগ। যার জেরে, উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকের তরফে।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বাংলায় পদ্ম ফোটানোর লড়াইয়ে গেরুয়া শিবিরের শরীক এখন মিঠুন চক্রবর্তীও। ভোটে লড়ছেন না ঠিকই, কিন্তু নির্বাচনী প্রচারের জন্য বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মহাগুরু। প্রচারসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে (TMC) তুলোধোনা করতেও ছাড়ছেন না! এবার নির্বাচন কমিশনের লাগু করা নয়া প্রচারবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে, নিজেই পড়লেন বিপাকে। এত বড় মাপের ব্যক্তিত্ব হয়েও, কীভাবে এমন কাজ করতে পারেন মিঠুন? প্রশ্ন উঠেছে সর্বত্র।