Advertisment
Presenting Partner
Desktop GIF

নদিয়ায় বিজেপির ভোটপ্রচারে গিয়ে 'পৈতৃকভিটে দর্শন' মিঠুন চক্রবর্তীর

দলীয় কাজে পা রাখলেও 'পুরনো সেই দিনের কথা' ভোলেননি শান্তিপুরের 'গৌরাঙ্গ'।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বাংলায় পদ্ম ফোটানোর লড়াইয়ে গেরুয়া শিবিরের শরীক এখন মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। ভোটে লড়ছেন না ঠিকই, কিন্তু নির্বাচনী প্রচারের জন্য ছুটে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ‘মোদীর তারকা সেনাপতি’। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার নদিয়ায় (Nadia) গিয়েছিলেন। শান্তিপুরের পদ্ম শিবির প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করে এলেন। কিন্তু, সেখানে দলীয় কাজে পা রাখলেও 'পুরনো সেই দিনের কথা' ভোলেননি শান্তিপুরের 'গৌরাঙ্গ'। তাই প্রচারের একফাঁকেই ঘুরে এলেন শান্তিপুরে তাঁর পৈতৃক ভিটে থেকে।

Advertisment

শান্তিপুরের (Shantipur) বেনেপাড়ায় এখনও তাঁর আত্মীয়রা থাকেন। মঙ্গলবার ঘরের ছেলে তাঁদের এলাকায় প্রচার করতে আসবে শুনে অপেক্ষায় ছিলেন যে, কখন তাঁদের সুপারস্টার গৌরাঙ্গ ওরফে মিঠুনের দেখা পাবেন। নিরাশ করেননি আত্মীয়দের। জগন্নাথ সরকারের হয়ে প্রচার সেরেই ঢুঁ মেরে আসেন কাকা-কাকিমার বাড়ি থেকে। মিঠুন চক্রবর্তী আসার খবরে এলাকায় ভিড়ও উপচে পড়ে। ঘরের ছেলেকে একবার চোকের দেখা দেখবেন বলে অপেক্ষা করেছিলেন সবাই। উদরপূর্তি এলাহি আয়োজন থাকলেও মহাগুরু কিন্তু শুধুমাত্র একগ্লাস জলেই তেষ্টা মিটিয়ে তুষ্ট করলেন আত্মীয়দের। অন্তত প্রত্যক্ষদর্শীদের তো এমনটাই দাবি।

প্রসঙ্গত এদিন শান্তিপুর মোতিগঞ্জ মোড় থেকে শুরু হয়ে মিঠুনের রোড শো বাইগাছি এলাকায় গিয়ে শেষ হয়। মহাগুরু তাঁর পৈতৃক স্থান শান্তিপুরের বাসিন্দাদের কাছে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। রাজ্যে বিজেপি (BJP) সরকার এলে রাজনৈতিক হিংসা বন্ধ হবে বলেও মন্তব্য় করেন মিঠুন চক্রবর্তী।

bjp mithun chakraborty Nadia West Bengal Assembly Election 2021 Shantipur
Advertisment