Advertisment
Presenting Partner
Desktop GIF

Mithun Chakraborty: সামর্থ্য ছিল না মহাগুরুর? 'স্পটবয়' মিঠুনের জীবন পাল্টে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন রেখাই!

Mithun Chakraborty news: বলিউডে একসময় স্পট বয়ের কাজ পর্যন্ত করেছিলেন। শিক্ষা দীক্ষা কিছুই কম ছিল না তাঁর। কিন্তু নায়ক হওয়ার ইচ্ছে ছিল প্রবল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মিঠুন চক্রবর্তী, Mithun Chakraborty, mithun chKarborty news, Mithun Chakraborty birthday, Mithun Chakraborty update, Mithun Chakraborty and Rekha, Mithun Chakraborty movies

Mithun Chakraborty- রেখার স্পটবয় ছিলেন মিঠুন?

একসময় কিছুই ছিল না তাঁর কাছে! কলকাতার গলি থেকে মুম্বাইয়ের যাত্রা শুরু, সবটাই খুব ধোঁয়াশা ছিল। আজ মিঠুনের জন্মদিন। কানাঘুষো শোনা যায়, একসময় গরীব তকমা পাওয়া সেই মানুষটি আজ নাকি ৪০০ কোটির মালিক।

Advertisment

কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা পাওয়া মোটেই সহজ ছিল না। কত কী করতে হয়েছিল তাঁকে। অনেক ঘটনাই এমন অজানা। মিঠুন মুম্বাইতে গিয়ে শুধু কাজই করেননি বরং বলিউডে একসময় স্পট বয়ের কাজ পর্যন্ত করেছিলেন। শিক্ষা দীক্ষা কিছুই কম ছিল না তাঁর। কিন্তু নায়ক হওয়ার ইচ্ছে ছিল প্রবল।

একথা অনেকেই জানেন না, মিঠুন নাকি অমিতাভ এবং রেখার দো আনজানে বইতে স্পট বয় হিসেবে কাজ করেন। শুধু তাই নয় এর পরিবর্তে তাঁকে ঘন্টি চরিত্রে দেখা গিয়েছিল।   জানা যায়, কখনও তিনি অমিতাভের জিনিসপত্র ওঠাতেন আবার কখনও রেখার সঙ্গে শপিংয়ে যেতেন। কিন্তু, এখানেই শেষ না। এই ছবির আগে যদিও মৃণাল সেনের মৃগয়া ছবিতে তিনি অভিনয় করে ফেলেছিলেন। এমনকি এর জন্য তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।

মৃগয়া ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। কিন্তু অর্থের অভাবে দিল্লি যাওয়াও নাকি সম্ভব হচ্ছিল না তাঁর। কিন্তু রেখার স্পট বয় হিসেবে কাজ করার অভিজ্ঞতাই সেদিন কাজে লেগে যায়। শোনা যায়, রেখার সেসময় দিল্লিতে শুটিংয়ের কাজে যাচ্ছিলেন। তিনিই নাকি মিঠুনকে নিয়ে গিয়েছিলেন সেদিন। তারপর?

১৯৮২ সালে ডিস্কো ড্যান্সার দিয়ে জনপ্রিয়তা শুরু। অমিতাভের পর সবথেকে বেশি লোকপ্রিয় তারকা হিসেবে তার নাম আসতে শুরু করে। নানা ছবিতে অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে।

bollywood mithun chakraborty Entertainment News
Advertisment