বাংলায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে উদ্বিগ্ন মোদীর মন্ত্রী পরিষদ থেকে রাজ্যের নেতা-মন্ত্রীরা। নির্বাচনী মার্কসিটে বিজেপিকে ধরাশায়ী করে ব্যাপক সাফল্য লাভ করেছে তৃণমূল (TMC)। বুধবার শপথগ্রহণ করে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে হ্যাট্রিক-উদযাপনের মাঝেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুন, বোমাবাজি, হিংসার খবর প্রকাশ্যে আসছে। এককথায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি! সেই প্রেক্ষিতেই এবার মুখ খুললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাংলায় পদ্ম-বাহিনির চূড়ান্ত ব্যর্থতার পর দিন তিনেকের মধ্যে কোনওরকম মন্তব্য করতে দেখা যায়নি মহাগুরুকে। তবে এবার শেষমেশ মৌনব্রত ভাঙলেন মোদীর তারকা সেনাপতি মিঠুন।
ভোট পরবর্তী হিংসা নিয়ে চিন্তার ভাঁজ তাঁর কপালেও। টুইট করেই তা জানান দিলেন। মিঠুনের মন্তব্য, "ভোটের পর থেকেই বাংলা জ্বলছে। দয়া করে এই হিংসা থামান। এই মুহূর্তে রাজনীতির থেকে মানুষের প্রাণের দাম বেশি। দয়া করে তাঁদের পরিবার-পরিজনদের কথা ভেবে হিংসা বন্ধ করুন।"
প্রসঙ্গত, আজই মমতার শপথগ্রহণ অনুষ্ঠানের পর ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে হেস্টিংসের কার্যালয়ের সামনে ভারতীয় বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডা ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ধরণায় বসার কথা। কানাঘুষো, শোনা যাচ্ছে মিঠুনও যোগ দিতে পারেন।
প্রসঙ্গত, বাংলায় পদ্ম ফোটাতে একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) মোদী-বাহিনির শরীক হয়েছিলেন মহাগুরুও। তবে গত ১ মাস ধরে বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়ে, একদা তাঁর প্রাক্তন দল তৃণমূল সম্পর্কে ক্ষোভ উগড়েও শেষরক্ষা হয়নি! ভোট-প্রচারের ময়দানে মিঠুন-ম্যাজিকেও বাংলায় বিজেপির ম্যাজিক ফিগার অধরা রয়ে গিয়েছে। কার্যত মোদীর ব্রিগেডে গেরুয়া মন্ত্রে দিক্ষীত হওয়ার দিন থেকেই এহেন দাপুটে বঙ্গসন্তানকে যেন বাঙালির আবেগ খানিক হলেও কমেছে। যার হাতেগরম প্রমাণ, নেটদুনিয়ায় একের পর এক গোখরো, কোবড়া মিমের বন্যা। প্রচারের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে, 'বাংলার (West Bengal) গদিতে তৃণমূলের দিন শেষ।' কিন্তু সেই হিসেব ইতিমধ্যেই উলাট-পুরাণ হয়েছে। বাংলা রায় দিয়েছে তাঁর মেয়ের সমর্থনেই। বিজেপির এমন হারের পর আর কোনওরকম মন্তব্য করতে দেখা যায়নি মিঠুনকে। তবে এবার মৌনব্রত ভেঙেছেন। নেটজনতার একাংশের মতে, "দিন তিনেক শীতঘুম দেওয়ার পর এবার বুঝি কোবরা জেগেছে!"