সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিন দিন’ গল্প নির্ভর সেলুলয়েডে প্রথম ‘মিতিন মাসি’। আর গোয়েন্দা ছবিতে অরিন্দমের হাতযশ সর্বজনবিদিত। ট্রেলার দেখেই সেই আঁচ মিলল।
কোয়েলকে প্রজ্ঞাপারমিতা হিসাবে কতটা মানাবে সে সব আলোচনা এখন অতীত। বিতর্ক, আলোচনার ঝড়, আশঙ্কার অবসান। মুক্তি পেল অরিন্দম শীলের বহুচর্চিত ‘মিতিন মাসি’ ছবির ট্রেলার। আসলে প্রথম ঝলকেই বাজিমাত করেছিল টলিউড কুইন। বুদ্ধিদীপ্ত, ভয়হীন, বেপরোয়া, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মিতিন মাসি। বুদ্ধির ধার আর কবজির জোরে কুপকাত বদমাইশেরা।
Advertisment
সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিন দিন’ গল্প নির্ভর সেলুলয়েডে প্রথম ‘মিতিন মাসি’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক। আর গোয়েন্দা ছবিতে অরিন্দমের হাতযশ সর্বজনবিদিত। ট্রেলার দেখেই বোঝা গেল এবারে নতুন গোয়েন্দাকেও ঢেলে সাজিয়েছেন অরিন্দম। ক্যামেলিয়ার প্রযোজনায় এই ছবিতে দেখা যাবে বিনয় পাঠক, জুন মালিয়ার মতো শিল্পীদের।
ছবিতে মিতিন মাসির স্বামীর ভূমিকায় দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে বিক্রম ঘোষের উপর। বুদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মারামারি, কোয়েলকে অ্যাকশন ওম্যান তৈরি করেছেন পরিচালক। পুজোয় দর্শকের জন্যই সামনে আসবে ক্যামেলিয়া প্রযোজিত ‘মিতিন মাসি’। তবে সেলুলয়েডে বাংলার মিস. মার্পেলকে দেখে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।