/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/saraswati-das.jpg)
ফের এক উঠতি মডেলের মৃত্যু
ফের রহস্য-মৃত্যু কলকাতায়। টিকটকার সরস্বতী দাসের ঝুলন্ত দেহ মিলল বেজিয়াডাঙ্গা, কসবার মামাবাড়ি থেকে। কী কারণে এই কাণ্ড ঘটালেন সেই সম্পর্কে খতিয়ে দেখছে পুলিশ।
সুত্র অনুযায়ী, সরস্বতী গ্ল্যামার জগতে এখনও চেনা মুখ নয়। টিকটকেই বেশ সক্রিয় ছিলেন। পরের দিকে ইন্সটা-রিলসের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে কারণ এখনও অজ্ঞাত। কী কারণে এই আত্মহত্যার পথ তিনি বেছে নিলেন সেই সম্পর্কে জানা যায়নি। শুধু মিলেছে একটি চিরকুট- যাতে লেখা, মা আমি তোমাকে খুব ভালবাসি। ১৯ বছরের তরুণীর এই সিদ্ধান্তে হতবাক সকলেই।
জানা যাচ্ছে, মামার বাড়িতেই থাকতেন সরস্বতী। সেদিনও দিদার সঙ্গে একই বাড়িতে ছিলেন। পরিবারের সুত্রে খবর, মডেলিং করার খুব শখ ছিল তাঁর, একেই পেশা হিসেবে পছন্দ করেছিলেন, মাঝে-মধ্যে ফটোশুটও করতেন। এদিকে আঁকতেও খুব ভালবাসতেন তিনি। বাড়িতে ক্লাসও করাতেন।
বিগত কয়েকদিনে উঠতি মডেলদের রহস্য মৃত্যু নিয়ে শোরগোল লেগেই রয়েছে। অভিনেত্রী পল্লবী দে- এর পর বিদিশা দে মজুমদার, এবং মঞ্জুশা নিয়োগী। অল্প বয়সেই কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্ন খুঁজে চলেছেন সকলেই।