মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের ফতোয়া

’’নিজের আর বাচ্চার জন্য আমাকে রোজগার করতেই হত। আমার আর কোনও উপায় ছিল না। পরিচালক আমজাদ খান আমাকে সিনেমার অফার দেওয়া মাত্র আমি রাজি হয়ে যাই।’’

’’নিজের আর বাচ্চার জন্য আমাকে রোজগার করতেই হত। আমার আর কোনও উপায় ছিল না। পরিচালক আমজাদ খান আমাকে সিনেমার অফার দেওয়া মাত্র আমি রাজি হয়ে যাই।’’

author-image
IE Bangla Web Desk
New Update
hasin-jahan

ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হাসিন জানান পা রাখছেন বলিউডে

ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানেক বলিউডে পা রাখা এখন সময়ের অপেক্ষা। প্রাক্তন মডেল ও আইপিএলের চিয়ার লিডারের প্রথম ছবির নাম 'ফতোয়া'। পরিচালক আমজাদ খানের এই  ছবিতে তাঁকে দেখা যাবে এক সাংবাদিকের ভূমিকায়। এবছরই অক্টোবরেই শুটিং শুরু।

Advertisment

সংবাদপত্র ডিএনএ-কে ছবি স্বাক্ষর করার ব্যাপারে হাসিন জানিয়েছেন, ’’নিজের আর বাচ্চার জন্য আমাকে রোজগার করতেই হত। আমার আর কোনও উপায় ছিল না। পরিচালক আমজাদ খান আমাকে সিনেমার অফার দেওয়া মাত্র আমি রাজি হয়ে যাই। আইনি লড়াই চালানোর জন্যও আমার অর্থ প্রয়োজন।’’

এ বছরের গোড়াতেই স্বামীর বিরুদ্ধে ব্যাভিচার, গার্হস্থ্য হিংসা, ধর্ষণ এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন হাসিন জাহান।

Advertisment

ছবির প্রাথমিক সমস্ত কাজই শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন হাসিনা। কদিন আগেই প্রাক্তন এই মডেল একটি ফোটোশুট করেন, সে ভিডিও টুইটার হ্যান্ডেল থেকে শেয়ারও করেন তিনি।

আরও পড়ুন, Justin Bieber engaged to Hailey Baldwin: জাস্টিন বিবারের বাগদান, পাত্রী মডেল হেইলি বল্ডউইন

ফতোয়ার পরিচালক আমজাদ জানিয়েছেন, সাম্প্রতিক বিতর্কের জন্য নয়, চিত্রনাট্যের দাবি মেনেই হাসিন জাহানকে কাস্ট করা হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমার এ ছবি বাংলায় শুরু হওয়া এক দাঙ্গা নিয়ে, যে দাঙ্গা সারা দেশে ছড়িয়ে পড়ে। এখানে মুখ্য দুই চরিত্রে রয়েছেন এক হিন্দু ও এক মুসলমান চিত্রশিল্পী। এ দুজনকে কাছাকাছি আনে একজন সাংবাদিক, যে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। সেই চরিত্রেই অভিনয় করছেন হাসিন জাহান। আমি ওঁকে দীর্ঘদিন ধরে চিনি। সিনেমার সাংবাদিক চরিত্রটি যেহেতু খুবই লড়াকু চরিত্রের, ফলে হাসিনের কথাই আমার প্রথম মাথায় আসে।’’