সঙ্গীত জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত মহীনের ঘোড়ার অন্যতম তাপস দাস। বাপীদার মৃত্যুতে শোকাহত সঙ্গীত জগৎ। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি পরিচিত ছিলেন বাপীদা নামেই। এই বছর জানুয়ারি মাস নাগাদই খবর ছড়িয়ে পড়ে ক্যানসারে আক্রান্ত তিনি। চিকিৎসা চলছিল। ফুসফুসের ক্যানসার, খবর পেতেই তাঁর চিকিৎসার জন্য সমানভাবে পাশে এসে দাঁড়ান দুই বাংলার শিল্পীরা। কিন্তু শেষ রক্ষা হল না। দেশের প্রথম রক ব্যান্ডের বাপিদা আর নেই। রবিবার, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী। শেষ কিছুদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখছেন, বাপিদার প্রয়াণে আমরা শোকাহত। তিনি মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য ছিলেন। সঙ্গীতের দুনিয়ার এক প্রিয় মানুষ তিনি। মারণ রোগে আক্রান্ত ছিলেন তিনি। এবং আমাদের সরকার তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেছে SSKM হাসপাতালে। শিল্পীর পরিবারকে সমবেদনা জানাই। আপনারা সকলে শক্ত এবং সুস্থ থাকুন।
শিল্পীর অসুস্থতার কথা শুনেই একজোট হয়েছিলেন অনেকেই। ফসিলস থেকে বর্ন অনন্য এবং অন্যান্য ব্যান্ডরাও যোগ দিয়েছিলেন ফান্ডিং এর জন্য। তবে, শেষরক্ষা হল না। রবিবারই তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। সূত্রের খবর, তাঁর মরদেহ আজ বিকেলেই নিয়ে যাওয়া হবে গড়িয়া শ্মশানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য।