ফের করোনায় আক্রান্ত টেলিভিশন তারকা, কোভিড মিলল পরিবারের দেহেও

ইয়ে রিস্তা ক্যায়া কাহেলাতা হ্যায় তারকার দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। এমনকী তাঁর পরিবারের ছয় সদস্যরাও কোভিদ-এ আক্রান্ত।

ইয়ে রিস্তা ক্যায়া কাহেলাতা হ্যায় তারকার দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। এমনকী তাঁর পরিবারের ছয় সদস্যরাও কোভিদ-এ আক্রান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের উর্ধ্বমুখী করোনা থাবায় এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোহেনা কুমারী সিং। ইয়ে রিস্তা ক্যায়া কাহেলাতা হ্যায় তারকার দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি। এমনকী তাঁর পরিবারের ছয় সদস্যরাও কোভিদ-এ আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই বর্তমানে ঋষিকেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, মোহেনার মতো এই সিরিয়ালটির অভিনেতাও করোনা পজিটিভ।

Advertisment
View this post on Instagram

GROCERY SHOPPING WEAR ???????????????????? #thenewnormal

A post shared by Mohena Kumari Singh (@mohenakumari) on

আরও পড়ুন, চিত্রনাট্যের বাঁধনেই পোক্ত বিদ্যার ‘নটখট’

Advertisment

কেমন আছেন মোহেনা তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, "আপনাদের অনেক ধন্যবাদ। আমরা সকলেই এখন ভাল আছি।" সংবাদপত্র ইটি টাইমস-এর সঙ্গে কথায় মোহেনা বলেন, "আমাদের কারোর শরীরেই করোনাভাইরাসের বিশাল কিছু লক্ষণ দেখা যায়নি। করোনাভাইরাস অনেকটা দাবানলের মতো। চোখের নিমেষে ছড়িয়ে পড়ছে। এটি হাসপাতালে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকলেই সুস্থ হয়ে উঠছি আস্তে আস্তে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। অনেক গরীব মানুষ এবং পরিযায়ী শ্রমিকরা আছেন যাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকের দেহে করোনা ভাইরাস পাওয়া গেলেও হাসপাতালে বেডের অভাবে তাঁদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে না। আমি সেদিক থেকে ভাগ্যবান। আমার শ্বশুরের সংস্থা তাঁদের জন্য সেই ব্যবস্থা করে দিচ্ছে। আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে তাঁদের পাশে দাঁড়াতে চাইছি।"

মোহেনা কুমার সিং রেওয়ার রাজকুমারী। খুব ভালো নাচও করেন। ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ৩-এ তাঁর পারফরম্যান্স দিয়ে সে প্রচারের আলোকে আসেন। এছাড়াও তিনি ইয়ে রিস্তা ক্যায়া কাহেলতা হ্যায়তে অভিনয়ের পাশাপাশি ঝলক দিখলা যা-প্রোগ্রামটিতে কোরিওগ্রাফারও ছিলেন।

Read the full story in English

য়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood coronavirus