Deepika Padukone: আলিয়ার সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত দীপিকা, অন্তঃসত্বা অবস্থায় দেখাচ্ছেন কেরামতি! ভাইরাল ছবি...

দীপিকার কাণ্ড-কীর্তি ভাইরাল, দেখুন কী করছেন নায়িকা

দীপিকার কাণ্ড-কীর্তি ভাইরাল, দেখুন কী করছেন নায়িকা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Deepika Padukone to play Shakti Shetty Singham Again (Photo: Instagram/rohitshett)

দীপিকা পাড়ুকোন আবার শক্তি শেঠি সিংহম চরিত্রে অভিনয় করবেন (ছবি: ইনস্টাগ্রাম/রোহিতশেট)

প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা-রণবীর। কিছুদিন আগেই তাঁকে খবরে শিলমোহর দিতে দেখা গিয়েছে। সম্প্রতি রোহিত শেট্টি সিংঘম এগেন-এর শুটিংয়ে দেখা গেছে তাঁকে। ৩৮ বছর বয়সী অভিনেত্রী, যিনি শক্তি শেট্টি ওরফে লেডি সিংঘম চরিত্রে অভিনয় করবেন, তিনি হলেন রোহিতের কপ ইউনিভার্সে যোগদানকারী সর্বশেষ অভিনেতা।

Advertisment
Advertisment

ভাইরাল হওয়া সাম্প্রতিক ছবিগুলিতে, দীপিকাকে একটি খাকি ইউনিফর্মে দেখা যাচ্ছে। যখন তিনি পুলিশের ভূমিকায়নজর কারতে চলেছেন একথা বলা যায়। অন্তসত্বা অবস্থায় অভিনেত্রী শুটিং করছেন। খাকি পোশাকের পাশাপাশি, চোখে রোদ-চশমা সঙ্গে টাইট করে বাঁধা খোঁপা। এই প্রথম পুলিশ হিসেবে তাঁকে দেখা যেতে চলেছে।সিংঘম ফ্র্যাঞ্চাইজিতে, দীপিকাকে অজয় দেবগন, রণবীর সিং, অক্ষয় কুমার এবং কারিনা কাপুর খানের পাশাপাশি দেখা যাবে। দীপিকা যে আলিয়ার দেখানো পথেই হাঁটছেন এটুকু পরিস্কার। গর্ভাবস্থার প্রথম দিনে আলিয়াও হার্ট অফ স্টোনের শুটিং করেছিলেন। দীপিকাও ব্যতিক্রম না।

গত বছরের অক্টোবরে, দীপিকা এবং রোহিত ইনস্টাগ্রামে তার চরিত্র 'শক্তি'র প্রথম লুক দিয়ে ভক্তদের পাকা খবর দিয়েছিলেন। “নারী সীতা কা ভি রূপ হ্যায় অর দুর্গা কা ভি... আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস এবং হিংস্র অফিসারকে দেখে নিন....শক্তি শেট্টি... মাই লেডি সিংহাম... দীপিকা পাড়ুকোন।” রোহিত পোস্টটির ক্যাপশন এমনই লিখেছিলেন।

দীপিকা এবং রণবীর, যারা ২০১৮ সালে, ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন। এবছর, ফেব্রুয়ারিতে তাদের গর্ভাবস্থা ঘোষণা করেন। এই দম্পতি সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন। সম্প্রতি জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে যোগ দিতে দেখা গেছে।

bollywood deepika padukone Entertainment News