Advertisment

Manoj Mitra: কাজ করছে না হার্ট, আশঙ্কাজনক অভিনেতা মনোজ মিত্র

Manoj Mitra Health Update: মনোজ মিত্রের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মেয়ে নিশ্চিত করেছেন শরীর খারাপ প্রসঙ্গে। কিন্তু বাবার মৃত্যু নিয়ে যে খবর রটেছে...তাতে ভাষা হারিয়েছেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
monaj mitra

Manoj Mitra Health Update: কেমন আছেন এখন তিনি?

Manoj Mitra Health Update: বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত কারণেই যে তাঁর অসুস্থতা, সেকথা জানানো হয়েছে। 

Advertisment

বাঞ্চারামের বাগান খ্যাত এই অভিনেতার বয়স প্রায় ৯০ পেরিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওঠানামা করছে সোডিয়াম পটাশিয়াম। তাঁর হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন মেয়ে ময়ূরী। তিনি জানিয়েছেন, বাবা খুবই অসুস্থ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। 

কিন্তু তাঁর বাবা এখনও বেঁচে রয়েছেন। ভুয়ো খবর রটে যাওয়ার কারণে বেশ বিরক্ত। তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট একেবারেই কাজ করছে না। ওষুধের সাপোর্টে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। 

তাঁর মেয়ের তরফে জানা গিয়েছে, অনেকদিন ধরেই বয়সজনিত রোগে ভুগছেন তিনি। এই বছরের শুরুর দিকেই তাঁর বুকে পেসমেকার বসেছিল। তারপর নানা কারণেই শরীর ভাল ছিল না তাঁর। আর এখন তাঁকে রাখা হয়েছে বাইপাস সাপোর্টে। 

অভিনেতার মেয়ে জানিয়েছেন, তাঁর মাও অসুস্থ। তিনি কথা বলতে পারেন না। ফলে, সব মিলিয়ে তিনি অনেকটাই বিধ্বস্ত। মনোজ মিত্র তাঁর বাঞ্ছারামের বাগান ছবির জন্য বেশ জনপ্রিয়। এছাড়াও, পুজা, আদালত ও একটি মেয়ে, হিন্দি ছবি শত্রু এসবের জন্যও জনপ্রিয়তা পেয়েছেন। সিনেমার পাশাপাশি তিনি থিয়েটারের মঞ্চেও সমান জনপ্রিয়। 

tollywood tollywood news Monaj Mitra
Advertisment