Advertisment

ঠাকুর দেখার সঙ্গে থাকুক নতুন ৫টি পুজোর গান

Durga Puja 2019: পুজোর সময়ে নতুন অ্যালবাম প্রকাশের চল ছিল এক সময়। নতুন প্রজন্মের শিল্পীরা পুজোয় নতুন গানের ট্রেন্ডকে ধরে রেখেছেন তাঁদের মতো করে। এক নজরে তেমন ৪টি গান ও একটি তালবাদ্যের উপস্থাপনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Monali Imon Trissha Anindya Mayookh 5 latest Durga Puja 2019 songs compositions

বাঁদিক থেকে মোনালি ঠাকুর, অনিন্দ্য বসু ও তৃষা চট্টোপাধ্যায়। ছবি: সোশাল মিডিয়া থেকে

Durga Puja 2019 songs: সঙ্গীতপ্রিয় বাঙালির পুজোয় নতুন গান হবে না, তেমনটা হতেই পারে না। স্বর্ণযুগের সময় তো পুজোতেই আসত বিশেষ রেকর্ড ও পরবর্তীকালে পুজোর অ্যালবাম। মিলেনিয়ামে এসে সেই ট্রেন্ড হারাতে বসেছে। এখন সারা বছরই গান বাঁধেন কম্পোজারেরা। প্রত্যেক মাসেই প্রায় নতুন নতুন মিউজিক ভিডিও। কিন্তু তার পরেও পুজোর সময়ে নতুন গান শোনার ইচ্ছেটা হারিয়ে যায়নি মোটেই। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীরা সেই ইচ্ছেটা জাগিয়ে রাখছেন পুজোর বিশেষ গানে এবং কম্পোজিশনে।

Advertisment

এখন তো আর পুজোর গান শুনতে গেলে বাড়িবন্দি হওয়ার প্রয়োজন নেই। মিউজিক এখন অন দ্য গো। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে, ঠাকুর দেখার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অথবা পুজোর ঘরোয়া আড্ডায় সঙ্গে থাকুক এবছর পুজোয় মুক্তি পাওয়া ৪টি গান ও একটি তালবাদ্যের উপস্থাপনা যেখানে মা দুর্গার আবাহন করা হয়েছে তবলায়--

আরও পড়ুন: শোভাবাজার রাজবাড়ির জামাই পদ্মনাভ, শোনালেন ও বাড়ির পুজোর গল্প

পুজো আসা মানে, ইমন-শোভন-অঙ্কিতা-তৃষা-আকাশ

দুদিন হল ইউটিউবে মুক্তি পেয়েছে এই গানটি। ইমন চক্রবর্তী, অঙ্কিতা ভট্টাচার্য, তৃষা চট্টোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, পূরব সীল আচার্য এবং আকাশ ভট্টাচার্য সমবেত ভাবে গেয়েছেন এই গান। গানের কথা এবং সুর আকাশ ভট্টাচার্যের। অ্যারেঞ্জমেন্টস পূরব সীল আচার্য ও দীপরাজ চৌধুরীর। ভিডিওর শুরুতে আর একবার নস্টালজিয়ায় ভেসে শ্রোতারা পৌঁছে যাবেন জয় বাবা ফেলুনাথ-এ। শুনে নিতে পারেন এই গান নীচের লিঙ্কে ক্লিক করে--

দুগ্গা এলো, মোনালি ঠাকুর

প্রায় দশদিন হল মুক্তি পেয়েছে মোনালি ঠাকুরের এই পুজোর গান। বেশ ধুমধাম করেই হয়েছে রিলিজ। ইউটিউবে ইতিমধ্যে ভাল ভিউও হয়েছে পুজোর এই নতুন গানের। ঢাকের তালে বাঁধা এই গানে মোনালি আরও একবার মুগ্ধ করেছেন। গানের কম্পোজার গুড্ডু। হয়তো অনেকেরই গানটি শোনা হয়ে গিয়েছে। যাঁরা শোনেননি, তাঁদের জন্য রইল নীচের লিঙ্ক--

তুমি আপন তবুও, অনিন্দ্য বোস-মৌসুমি চট্টোপাধ্যায়

গায়ক-সঙ্গীত পরিচালক অনিন্দ্য বোসের সমস্ত সৃষ্টির মধ্যেই একটা স্বতন্ত্র দৃষ্টিকোণ থাকে। তাই তিনি যখন পুজোর জন্য কোনও গান নিয়ে আসবেন, সেখানেও অভিনবত্ব থাকবে এটাই স্বাভাবিক। পুজোর অন্যান্য গানগুলিতে যখন উৎসব আর আনন্দের কথা, তখন অনিন্দ্য-মৌসুমির গাওয়া এই গান ও মিউজিক ভিডিওতে সেই মানুষগুলির কথা উঠে এসেছে, যাঁরা কখনোই সামিল হতে পারেন না উৎসবে-- সেনাবাহিনীর সদস্যরা। দেশের মানুষ যাতে নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য এই মানুষের স্বার্থত্যাগের কথা মনে করায় এই গান। গীতিকার বলাই চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা মৌসুমি চট্টোপাধ্যায়ের। অভিনয়ে অনিন্দ্য-মৌসুমি ছাড়াও রয়েছেন সমর্পিতা বোস ও অনির্বাণ চক্রবর্তী। রইল সেই গানের লিঙ্ক--

তালবাদ্যে মায়ের আবাহন, ময়ূখ ভৌমিক

বাংলা ছবির সঙ্গীত পরিচালক ময়ূখ ভৌমিক খুবই প্রচারবিমুখ। সারাক্ষণই মগ্ন থাকেন তাঁর নিজস্ব সাঙ্গিতীক জগতে। তাই হয়তো ছবির গান বা মিউজিক ছাড়া তাঁর সৃষ্টির খবর সব সময় পৌঁছয় না শ্রোতাদের কাছে। এবার পুজোয় কোনও বাণিজ্যিক উপস্থাপনা নয়, নিতান্তই সৃষ্টির আনন্দে তিনি তৈরি করেছেন তালবাদ্যে মায়ের আগমনী। সম্প্রতি সেটি শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে। শুনে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--

বলো দুর্গা মাই কি, পূজা গঙ্গোপাধ্যায়-পীযূষ চক্রবর্তী

বলো দুর্গা মাই কি-- এক্সপ্রেশনটি অ-বাঙালি হলেও সাম্প্রতিক প্রজন্মের মধ্যে খুবই প্রচলিত। ঢাকের তালে যখন সমবেত কণ্ঠে ভেসে আসে বলো দুর্গা মাই কি, তখন অজান্তেই অনেকে পা মিলিয়ে ফেলেন সেই ছন্দে। পূজা গঙ্গোপাধ্যায় ও পীযূষ চক্রবর্তীর মিউজিক ভিডিও বলো দুর্গা মাই কি-তে সেই স্বাদই পাবেন দর্শক-শ্রোতারা। এই গানের কথা লিখেছেন শুভঙ্কর চক্রবর্তী এবং সঙ্গীত পরিচালনা পীযূষ চক্রবর্তীর। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফ করেছেন সুমিত বারিক। দেখে নিতে পারেন গানটি নীচের লিঙ্কে ক্লিক করে--

Music Durga Puja 2019
Advertisment