'আমি কি করে সামলাব মা...?' মোনালি ঠাকুরের অন্তর ফেটে যাচ্ছে। তীব্র কষ্ট মনে। লাইফ সাপোর্টে ছিলেন গায়িকার মা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন কষ্টের কথা।
Advertisment
মাকে নিয়ে মোনালির কষ্ট চোখে দেখার মত না। এতদিন তাঁকে সঙ্গে নিয়েই সময় কেটেছে। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, মা অসুস্থ। হাসপাতালে, শয্যাশায়ী। মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন দুই মেয়ে। কিন্তু আর বোধহয় সময় নেই।
সময় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর মোনালি কোনও আশা খুঁজে পাচ্ছেন না। তাই তো সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন...এই কঠিন সময় কীভাবে লড়তে হয়, তুমি শেখাও নি। অসহায় লাগছে। কী করব বুঝতেই পারছি না। মা, শান্তিতে থেকো। তুমি কোথায় রয়ে গেলে আর আমি কোথায়। এবার আমি কী করব মা? তুমি কি এই শিকড়, আমার সব।
ঈশ্বরের কাছে শক্তি চাইলেন মোনালি। বললেন, "আমায় শক্তি দাও। কিভাবে সব শুরু করব জানি না! সব যেন শেষ হয়ে গেল..."
উল্লেখ্য, বাবা শক্তি ঠাকুরকে তিনি করোনা কালে হারিয়েছিলেন। সেই থেকেই মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন। তাঁর হাত ধরেই বেঁচেছেন। সূত্রের খবর, কিছুদিন ধরেই মায়ের শরীর খারাপ ছিল। গায়িকার মায়ের কিডনি কাজ করছিল না। তাঁকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। শেষে, চিকিৎসকরা জবাব দিয়ে দেওয়ায় তিনি এও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ার পাতায়।