Advertisment

Monali Thakur: স্টেজে দিব্যি গাইছিলেন, আচমকাই অসুস্থ মোনালি ঠাকুর, হাসপাতালে ভর্তি হলেন গায়িকা...

Monali Thakur health: শেষ কিছু মাস মাকে হারানোর পর তিনি, নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রেখেছেন। একের পর এক শো করে চলেছেন তিনি। মঙ্গলবার দিনহাটায় অনুষ্ঠান করতেই এসেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
monali thakur hospitalised

monali thakur - হঠাৎ কী এমন হল তাঁর? Photograph: (Instagram)

Monali Thakur Hospitalised: স্টেজ শো করতে গিয়েই অঘটন! গায়িকা মোনালি ঠাকুর নাকি অনুষ্ঠান করতে করতেই অসুস্থ হয়ে পড়েন? তাঁর পারফরমেন্সের ভিডিও ভাইরাল হলেও এই খবর সত্যিই। মঙ্গলবার দিনহাটায় অনুষ্ঠান করতে গিয়েই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। 

Advertisment

শেষ কিছু মাস মাকে হারানোর পর তিনি, নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রেখেছেন। একের পর এক শো করে চলেছেন তিনি। মঙ্গলবার দিনহাটায় অনুষ্ঠান করতেই এসেছিলেন। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহর বাবার ৯৮ তম জন্মদিনে আয়োজন করা হয়েছিল দিনহাটা উৎসবের। এবং সেখানেই মোনালির ডাক পড়ে গানের আসর জমানোর জন্য। পারফর্ম করতে করতেই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। 

কী হয়েছে তাঁর? 

সূত্র বলছে, তাঁর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। শরীর সঙ্গ না দেওয়ায় তিনি স্টেজ থেকে তড়িঘড়ি নেমে পড়েন। তারপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অনুষ্ঠান ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছেন তিনি তখন সেই ভিডিও ভাইরাল হয়। কিন্তু আচমকা অসুস্থতা নাকি অনেকদিন ধরেই সমস্যা? উল্লেখ্য, তাঁর দিদি মেহুলি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, অনেকদিন ধরেই নাকি তাঁর ঠান্ডা লেগেছিল। কিন্তু, অনুষ্ঠানের চাপে আর সময় হয়নি, বিশ্রাম পায়নি। এরমধ্যে, ছোট বিমানে করে দিনহাটা পৌঁছেই ওর শ্বাসকষ্ট হতে শুরু করে, গলাও নাকি ভেঙে গিয়েছিল তাঁর। 

Advertisment

এখন কেমন আছেন তিনি? 

জানা যাচ্ছে, গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন মোনালির অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। এবং চিকিৎসকরা তাঁকে জোরালো পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসা চলছে তাঁর। 

তারকার অসুস্থতায় উদ্বেগ...

এই রাজ্যে অনুষ্ঠান করতে এসে তারকার অসুস্থতা নতুন ঘটনা নয়। বছর ৩ আগেও গায়ক কেকে ( K K Death ) এসেছিলেন। এবং নজরুল মঞ্চে অনুষ্ঠান করেছিলেন তিনি। তারপর আর ফিরে যাওয়া হয়নি তাঁর। শ্বাসকষ্ট হতে শুরু করে তারও। এবং, শহর কলকাতায় মারা যান কেকে। ফলে, মোনালির সঙ্গে এই ঘটনা ঘটতেই উদ্বিগ্ন বাকিরা। 

bollywood tollywood Monali Thakur
Advertisment