Advertisment

Monali Thakur Health Update: দিনহাটায় শো করতে এসে শ্বাসকষ্ট? শরীরে আসলে কী বাসা বেঁধেছে? জানিয়ে দিলেন মোনালি..

Monali Thakur Health: গায়িকার দিদি মেহুলি আশঙ্কা প্রকাশ করেই জানিয়েছিলেন, যে বোনের অনেকদিন ধরেই হালকা ঠাণ্ডা লেগেছিল, কাজের চাপে ডাক্তারের কাচ্ছে যাওয়ার সময় হচ্ছিল না।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
monali thakur health

monali thakur health- এখন কেমন আছেন গায়িকা? Photograph: (Instagram)

দিনহাটায় অনুষ্ঠান করতে এসেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন গায়িকা মোনালি ঠাকুর। জানা যাচ্ছিল, তিনি উদয়ন গুহর বাবার জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছিলেন। তারপরই খবর আসে, শো করতে করতেই তিনি নাকি, শ্বাসকষ্টের অনুভব করেন এবং সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

Advertisment

গায়িকার দিদি মেহুলি আশঙ্কা প্রকাশ করেই জানিয়েছিলেন, যে বোনের অনেকদিন ধরেই হালকা ঠাণ্ডা লেগেছিল, কাজের চাপে ডাক্তারের কাচ্ছে যাওয়ার সময় হচ্ছিল না। সঙ্গে তিনি এও জানান ছোট বিমানে করে সফর করার জন্যই বোনের গলা ভেঙে যায় এবং শ্বাসকষ্ট হতে শুরু করে। সুত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তবে, গায়িকা নিজেই এবার আসল খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বরাবর সমাজ মাধ্যমে সক্রিয়। নানা ছবি, অনুষ্ঠানের ক্লিপ শেয়ার করেন। একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় অসুস্থতার কারণে তিনি স্টেজ থেকে নেমে শো ছেড়ে বেড়িয়ে আসছেন। কিন্তু, গায়িকার কথায়..

 

Advertisment

"অনেকেই আমার শরীর নিয়ে খুব উদ্বিগ্ন। আশা করব, সকলে খুব ভাল আছেন। কিন্তু মনে পড়ছে না আমার শরীর নিয়ে কোনও খবর আমি আগে জানিয়েছি বলে। আপনাদের ভালবাসায় আমি অভিভূত। কিন্তু, কিছু বিষয় আমি ক্লিয়ার করতে চাই। শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যায় আমি ভুগছি না। এবং আমাকে হাসপাতালে ভর্তিও করা হয়নি। আমার শরীর অসুস্থ ছিল। আসলে, ইনফেকশন এবং জ্বরের কারণে আমি ভুগছিলাম অনেকদিন ধরে। সেকারণে, সাইনাস এবং মাইগ্রেনের সমস্যা আরও বাড়ে। এরজন্যই একটু কষ্ট এবং ব্যাথা হচ্ছিল।" 

গায়িকা এখানেই থামলেন না। বরং তিনি আরও বললেন, সুস্থ মত মুম্বাই ফিরে গিয়েছেন তিনি। তাঁর কথায়, মুম্বাই ফিরে এসেছি আমি। এবং ট্রিটমেন্ট চলছে। বিশ্রাম নিচ্ছি। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ব্যাস এটুকুই। আর বেশি চিন্তার কারণ নেই। আরও অনেক বিষয় আছে ভাবার।" 

Monali Thakur Bengali Singer singer
Advertisment