scorecardresearch

টু-পিসে সমুদ্রে ‘রামধনু’ মনামী, ফের উরফির সঙ্গে তুলনা উঠল অভিনেত্রীর?

প্রচণ্ডে গরমে মাছরাঙা হওয়ার ইচ্ছে জেগেছে মনামীর

uorfi javed, monami ghosh, monami ghosh, monami ghosh viral video, viral video monami, মনামী ঘোষ
রামধনু মনামী ঘোষ

তাঁর বয়স যেন দিনদিন কমছে। মাঝেমধ্যেই নিজের রূপের আগুনে সোশ্যাল মিডিয়ায় তাক লাগাচ্ছেন তিনি। মনামী ঘোষ, প্রতিদিন আরও ব্যস্ততম নায়িকা হয়ে উঠছেন টলিপাড়ার। এদিক ওদিক ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে রং বেরঙের পোশাক…যেন মৎসকন্যা মনামী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মনামীর নতুন ভিডিও। রামধনু রঙের বিকিনি পরেই সমুদ্রের মধ্যে হেঁটে চলেছেন তিনি। বলাই বাহুল্য গরমের দিনে তাঁর সেসময় এর কথা ক্ষণেক্ষণে মনে পড়ছে। তাই তো, সোশ্যাল মিডিয়ায় বারবার শেয়ার করছেন সেইসব ভিডিও। অভিনেত্রীর স্টাইলে উফ উফ করছে গোটা বাংলা।

বয়স যেন নেহাতই সংখ্যামাত্র। যদিও এই ছবি মনামী আগেও শেয়ার করেছিলেন। গতবারের ট্রিপে মনামী টু পিস পরে যা লুক দিয়েছিলেন সেই নিয়েও চর্চা ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বিকিনি পরিহিত অবস্থায় মনামীকে মোটেই মনে ধরেনি অনেকের। তাদের কথায়…

দিনদিন উরফি জাভেদ হয়ে যাচ্ছে মনামী। আবার কেউ কেউ বললেন, আমাদের ভারতীয় নারী আর কত নিচে নামবে। আবার কারওর কথায়, একদম জলপরী লাগছে তো আপনাকে। যদিও উরফির সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি আগে জানিয়েছেন, এসবে তিনি একদম বিশ্বাস করেন না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Monami ghosh being uorfi javed in two piece