Monami Ghosh: সোমবার শহর কলকাতার একটি বিলাসবহুল হোটেলে জমে উঠেছিল জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস-এর সান্ধকালীন জলসা। প্রথমবার মহানগরীতে ফিল্মফেয়ার উপলক্ষে তারকামহলে যেন উৎসবের আমেজ। সান্ধ্যকালীন জলসায় একছাদের নীচে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস তারকারা। রূপোলি দুনিয়ার স্টারদের রূপের আগুনে যেন চড়চড়িয়ে বেড়েছে অন্দরমহলের তাপমাত্রা। প্রত্যেকের সাজেই ছিল কিছু না কিছু বিশেষত্ব। তবে সকলের মাঝে নজর কেড়েছেন টলি ক্যুইন মনামী ঘোষ। তবে গ্ল্যামার অ্যান্ড স্টাইলের জন্য নয়, বরং একটি অদ্ভুত জিনিস সঙ্গে করে নিয়ে আসার জন্য। আর সেটি হল, জল ভর্তি একটি হ্যান্ডব্যাগ যার মধ্যে রয়েছে একটি মাছ।
সাদা রঙের বার্বি ফ্রকে ৪০-এর মনামী যেন বছর ২০-এর কিশোরী। ফিল্মফেয়ারের অনুষ্ঠানে মনামীর বার্বি লুক যেমন নজর কেড়েছে তেমনই চর্চায় তাঁর হ্যান্ডব্যাগ। ফিল্মফেয়ারের অফিসিয়াল সাইটে সেই ভিডিও আপলোড হতেই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মনামীর ব্যাগ দেখে রীতিমতো স্তম্ভিত ওপার এবং এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহেসান। ব্যাগ হাতে নিয়ে ভাল করে দেখে উত্তেজনা চেপে রাখতে পারেননি অভিনেত্রী। জয়ার পাশের আসনেই বসে ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ঊষা উত্থুপ। তাঁর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে হাত ধরেন মনামী। কেউ লাল গালিচায় হেঁটে বাজিমাত করেছেন তো কেউ আবার নিজস্ব স্টাইল স্টেটমেন্টেই ছক্কা হাঁকিয়েছেন।
এক ছাদের নীচে তারকা সমাগমের জন্য প্রাক্তনদের মুখোমুখিও হয়েছেন অনেকে। শেষপাতে বলিউডি গানের তালে কোমর দুলিয়ে জলসা জমিয়ে দিয়েছেন টলিউডের গ্ল্যামারাস স্টাররা। এক নজরে দেখে নেওয়া যাক, 'জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস'-এ সেরার সেরা শিরোপা পেলেন কারা? স্টাইল আইকন টলিউডের অন্যতম সেরা দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। স্টাইলিশ তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ। বছরের সেরা রেড কার্পেট লুক অঙ্কুশ-ঐন্দ্রিলা। বছরের সেরা গ্ল্যামারাস তারকা দেব- কোয়েল। সেরা ফ্যাশনেবল তারকা দম্পতি যশ-নুসরত। সেরা স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্স স্বস্তিকা মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়।
চিরন্তন ফ্যাশনের রানি জয়া এহসান। বছরের সেরা ট্রেন্ডসেটার মিমি চক্রবর্তী। ফিট অ্যান্ড ফ্যাবিউলাস পাওলি দাম, টোটা রায়চৌধুরী। বর্ষসেরা হটস্টেপার অর্জুন চক্রবর্তী, রুক্মিণী মৈত্র। ফ্যাশনের সাহসী অভিনেত্রী মনামী ঘোষ। সেরা ফ্যাশন সচেতন তারকা পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। সর্বকালের স্টাইল আইকন শর্মিলা ঠাকুর। সেরা স্টাইলিশ পরিচালক রাজ চক্রবর্তী। সেরা গ্ল্যামারাস যুব আইকন বিক্রম চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র। বর্ষসেরা ট্রেলব্লেজার জিৎ। বর্ষসেরা 'হট' তারকা দেব, রাইমা সেন। ফ্যাশনের উদীয়মান মুখ অঙ্গনা রায়, শন বন্দ্যোপাধ্যায়। সেরা ক্রীড়াব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। অনন্ত যৌবনা রূপা গঙ্গোপাধ্যায় ও সেরা ‘ডিভা’ গায়িকা ঊষা উত্থুপ।