scorecardresearch

রংবাহারি বিকিনিতে মনামি, অনিন্দ্যর ফোড়ণ- ‘গরম পড়ে গেল..’, নেটপাড়ায় চর্চা তুঙ্গে

ভয়ঙ্কর ট্রোলড অভিনেত্রী মনামী ঘোষ..।

Monami Ghosh, Tollywood actress Monami Ghosh, Monami Ghosh photo, Anindya Chatterjee, Tollywood news, মনামী ঘোষ, বিকিনিতে মনামী ঘোষ, মনামী ঘোষ ট্রোলড, টলিউড অভিনেত্রী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, টলিউডের খবর
বিকিনিতে নেটপাড়ার উষ্ণতা বাড়ালেন মনামী ঘোষ

হাটু পর্যন্ত সমুদ্র জলে দাঁড়িয়ে। পরনে দুধ সাদা বিকিনি। গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে। প্রশ্ন ছুঁড়লেন- “আপনাদের হোলি কেমন কাটল? রং ধুয়ে ফেলেছেন তো?..” ব্যস, অমনি কমেন্ট বক্সে হুড়োহুড়ি..।

সম্প্রতি থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন মনামী ঘোষ। ফুকেত, পাটায়া বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন। সেখান থেকে কখনও প্রমোদতরীতে ধরা দিয়েছেন স্বল্পবসনা মনামী। আবার কখনও বা স্বচ্ছ নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে ক্যামেরার সামনে মৎসকন্যা হয়েছেন টলি-সুন্দরী। আর সেই ছবি দেখেই নেটপাড়ার উষ্ণতা বেড়েছে। মনামী ঘোষকে নিয়ে নেটপাড়ায় চর্চার অন্ত নেই। নারী দিবস হোক কিংবা হোলি স্পেশ্যাল, মনামীর ছবি দেখেই শোরগোল নেটদুনিয়ায়।

রং-বাহারি বিকিনিতে ছবি পোস্ট করেছিলেন। যা দেখে সহকর্মী-বন্ধুরা তো বটেই অনুরাগীদেরও প্রায় মূর্চ্ছা যায় অবস্থা। সেই ছবিতেই নজর কাড়ল টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মন্তব্য। মনামীর এমন উষ্ণতার পারদ চড়ানো ছবি দেখে তাঁর মন্তব্য, “উফফ গরম পড়ে গেছে। যাই এসি-টা চালাই।” রসিক মন্তব্য দেখে পাল্টা উত্তরে অভিনেত্রী ভালবাসা জানিয়েছেন অনিন্দ্যকে।

তবে, টলি-সুন্দরীকে বিকিনিতে দেখে সকলেই যে প্রশংসার বন্যা বইয়েছেন, তেমনটা নয়! অনেকেরই ভ্রু-যুগল আন্দোলিত হয়েছে। কারও মন্তব্য, ‘আপনি কি হাগিস পরে জলে নেমেছেন?’ নিন্দা করে কেউ বলছেন ‘এই একটা অসহ্য মহিলা..’। তবে অনুরাগীরা থামতে নারাজ। অতঃপর মনামীর গরম ছবিতে লাইক-কমেন্টের বন্যা।

[আরও পড়ুন: ‘পোষ্যর সঙ্গে বিয়ে..’! দেবলীনার পোস্ট দেখে ‘ভিরমি খেল’ টলিউড, তোলপাড় নেটপাড়া]

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’-এ মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করছেন মনামী ঘোষ। যার জন্য ওয়ার্কশপও করতে হয়েছে অভিনেত্রীকে। বহু রেফারেন্স ঘেঁটেছেন। চঞ্চল চৌধুরির মতো দক্ষ অভিনেতার সঙ্গে স্ক্রিনস্পেসও শেয়ার করছেন, অতঃপর মনামীকেও বেশ কসরত করতে হয়েছে এই ছবির জন্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Monami ghosh in bikini anindya chatterjee reacts netizens trolled the actress