New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/10/kp4j0AFEvsrfTTODZPW7.jpeg)
Monami Ghosh: শাড়ি কী বলছেন মনামী? Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি... )
Monami Ghosh: শাড়ি কী বলছেন মনামী? Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি... )
মনামী ঘোষ নিজের ক্রিয়েটিভিটি নিয়ে সদা তৎপর। অভিনেত্রী এর আগেও নকশী কাঁথা নিয়ে ফ্যাশনের নতুন দিক উন্মোচন করেছিলেন। এবারও সৃজিতের পদাতিক নায়িকা নিজের শাড়ির আঁচলে এঁকে ফেললেন, পরিচালককে। আর সেই ছবি দ্রুতগতিতে ভাইরাল।
মনামী সবসময় নিজের পোশাক নিয়ে খুব ক্রিয়েটিভ কিছু করতে ভালবাসেন। এবারও ব্যতিক্রম নয়। পদাতিক নায়িকার সাদা শাড়ি দেখলে বোঝাই যাবে তিনি এই বিষয়ে কত ভাবনা চিন্তা করেছেন। সাদা শাড়ির আঁচলে পদাতিকের পোস্টার। মৃণাল সেনের ভূমিকায় সেখানে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, সেই পোস্টারটি হুবহু নিজের শাড়ির আঁচলে তুলে ধরেছেন তিনি। মনামীর শাড়ি প্রসঙ্গেই তাঁকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করলে, তিনি উচ্ছ্বসিত সুরেই বলেন, "শাড়িতে এই কারিগরিটা একদম সারপ্রাইজ ছিল।"
এত সুন্দর ভাবনা কি তাঁর নিজের? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "পুরো ভাবনাটা আমার ছিল। তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভালে যখন যাওয়ার কথা হল, তখনই বললে ভুল হবে, আসলে যখন পদাতিক রিলিজ করেছিল তখন আমি এটা পড়ব বলে ভেবে রেখেছিলাম। কিন্তু, তখন যেহেতু শহরের পরিস্থিতি ঠিক ছিল না, তাই সেটা সম্ভব হয়নি। বানিয়েছে নীল সাহা। ওখানে, যাওয়ার পর এই শাড়িটা এত মানুষের কাছ থেকে ভালবাসা পেয়েছে, এত প্রশংসা পেয়েছে। সবাই যেন অপেক্ষা করেছিল। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন কথায় কথায়, যে কী পড়ব আমি, তখন আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে। আমি বলেছিলাম, কিছু একটা চেষ্টা করেছি। কিন্তু সবাই অপেক্ষায় ছিল। এবং সকলে যে ভালবেসেছেন, এটাই অনেক।"
অভিনেত্রী এও জানান, সেদিন প্রথমে প্রিমিয়ার ছিল তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে তিনি পুরস্কারও নিজের ঝুলিতেই ভরেছেন। কিন্তু, এত সুন্দর শাড়িটি, তাঁর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং নায়ক চঞ্চল চৌধুরীকে কি পড়ার আগে দেখিয়েছিলেন? অভিনেত্রী জানান, "আগে থেকে দুজনকেই দেখানো হয়নি। পড়ার পর, ছবিটা সৃজিতদাকে পাঠিয়েছিলাম।"
উল্লেখ্য, নায়িকাদের পোশাক নিয়ে সবসময় ইন্ডাস্ট্রিতে চর্চা থাকে। তাঁরা কী পড়ছেন, কেমন লুক ক্রিয়েট করছেন এই নিয়ে নানা আলোচনা হয়। আর অভিনেত্রী নিজের আর্ট এবং ক্রাফটকে কাজে লাগিয়ে যেভাবে একের পর এক সুন্দর সৃষ্টি করে চলেছেন তাতে করে বলতেই হয়, তিনি অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আর্টিস্ট ও। এহেন প্রসঙ্গ শুনতেই তিনি হাসির বলেন, একজন অভিনেত্রী তো আর্টিস্ট ও। একসঙ্গে দুটো হতে তো অসুবিধা নেই।