Advertisment
Presenting Partner
Desktop GIF

Monami Ghosh: টলিপাড়ার বুকে ঘুরছে 'লেডি সান্তা', লালে লাস্যময়ী মনামী আগুন লাগালেন বড়দিনের আগেই...

Monami Ghosh Red dress collection: আজও সমাজ মাধ্যমে যে পোস্ট দিলেন, তাতে দেখা গেল একদম সানটা ক্লজ সেজে তিনি ধরা দিলেন। লাল রঙের আগুন পোশাকে অভিনেত্রীকে দেখা গেল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
monami- christmas

Monami in Red dress: লাল পোশাকে মনামীর হট লুক Photograph: (Instagram)

 
জাঁকিয়ে পড়েছে শীত। সামনের সপ্তাহেই ক্রিসমাস। বড়দিন উপলক্ষে সেজে উঠছে চারপাশ। তারকারাও শীত উপভোগ করতে ব্যস্ত। তাঁর মাঝেই অভিনেত্রী মনামী ঘোষকে দেখলে এই শীতেও পারদ ক্রমশ চড়ছে। যতই বছর পার হোক না কেন, মনামীর সৌন্দর্য বাড়ছে বৈকি কমছে না।

Advertisment

আজও সমাজ মাধ্যমে যে পোস্ট দিলেন, তাতে দেখা গেল একদম সানটা ক্লজ সেজে তিনি ধরা দিলেন। লাল রঙের আগুন পোশাকে অভিনেত্রীকে দেখা গেল। লাল রঙের স্লিট স্কার্ট পরে তিনি যে দৃষ্টিতে তাকালেন তাতে ঘুম উড়বে বেশিরভাগের। যদিও না এবার প্রথম নয় যে তিনি লাল রঙের পোশাক পরেছেন। কিন্তু, তাঁর জন্য যে আর্লি ক্রিসমাস, সেকথা না বললেই নয়।

লাস্যময়ী অভিনেত্রী নিজের ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করে লিখলেন... "ক্রিসমাস আসলে বাহানা লাল পড়ার।" কিন্তু এর আগেও অভিনেত্রী লাল রঙের পোশাক পড়ে তাক লাগিয়েছেন। এমনিও তিনি সমাজ মাধ্যমে ছবি পোস্ট করলেই তাঁকে বেশিরভাগ মানুষ বাহবা দেন। যেভাবে নিজেকে মেন্টেন করেন মনামী, তাক লাগিয়ে দেন সকলে। এর আগেও লাল রঙের শাড়িতে দারুণ তাক লাগিয়েছেন তিনি।

Advertisment

হালকা সাজে, খোলা চুলে তিনি মায়ায় ফেলেছিলেন সকলকে। যদিও সেদিন ওয়েস্টার্ন নয় বরং ট্র্যাডিশনাল পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। হাত ভর্তি কাঁচের চুড়ি, সঙ্গে টিপ... অভিনেত্রীকে লাগছিল বেশ। আর ডিসেম্বর মানেই যে মনামীর লাল পছন্দ, সেকথা আগের বছরও জানা গিয়েছিল। কারণ সেবারের বড়দিনেও তাঁকে লাল পোশাকে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, মনামী শেষ বছর পদাতিক ছবির মাধ্যমে দারুণ প্রশংসা পেয়েছিলেন। সেই ছবিতে গীতা সেনের ভূমিকায় তিনি কাজ করেছিলেন।

Tollywood Actress tollywood Monami Ghosh
Advertisment