বয়স চল্লিশ ছুঁই-ছুঁই…। তবে দিন যত যাচ্ছে, ততই যেন আরও চিরতরুণী হয়ে উঠছেন মনামী ঘোষ। অভিনেত্রী যেমন ফ্যাশন সচতেন, তেমনই তাঁর গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। মাঝেমধ্যেই সোশ্যাল ওয়ালে নিত্যনতুন রূপে ধরা দেন। আর মনামীর ছবি দেখে প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড় হয় অনুরাগীদের। এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রাতে মেটাল পোশাকে তাক লাগালেন নায়িকা।
ঝকমারি পোশাকে মনামী ঘোষের দিক থেকে রীতিমতো চোখ ফেরানো দায়। পোশাকের করসেট দেখলে যে কেউ সায়েন্স ফিকশন কোনও সিনেমার চরিত্র বলে ভুল করতে পারেন। পরনে ধূসর রঙের মেটালিক করসেট টপ। সঙ্গে কাচের মতো সিক্যুইন বসানো স্কার্ট। ধূসর রঙেও রাতের অনুষ্ঠানের চাকচিক্য বাড়ালেন অভিনেত্রী। মনামীর এমন পোশাক দেখে তো হতবাক অনুরাগীরা! তবে ফ্যাশনিস্তারা নায়িকার পোশাকের প্রশংসা করলেও একপক্ষ কিন্তু ট্রোল করতে ছাড়লেন না।
<আরও পড়ুন: বনি ED-র ডাক পেতেই ‘পাল্টি খেলেন’ নাকি কৌশানী? বললেন- ‘আমি তো নিইনি..’ চর্চা নেটপাড়ায়>
কারও প্রশ্ন- এ কেমন ধরনের পোশাক, আবার কেউ বা বলছেন- এ তো পুরো টলিউডের উর্ফি জাভেদ। তা এই সমালোচনা কতটা প্রভাবিত করল মনামীকে? অভিনেত্রীর উত্তর, কারও সঙ্গে তুলনা করাতে আমি বিশ্বাসী নই। আর পোশাক পরা ছাড়া আমি পারফর্মারও। অভিনয়ও করি। জীবনে অনেক কাজ আছে। পাশাপাশি মনামী এও জানান যে, তিনি সর্বক্ষণ ভাবতে থাকেন যে, নিজেকে আর কীভাবে নিত্যনতুন করে অনুরাগীদের সামনে আনা যায়?
মনামীর কথায়, "এই ধরনের পোশাকের ভারতে অতটা চল নেই। তবে বিদেশের মডেল-অভিনেতাদের মধ্যে বেশ প্রচলিত। একে মেটাল পেশাক বলে। তৈরি করা খুব কঠিন হলেও পরা কিন্তু সহজ। তবে এই স্কার্টটা পরতে গিয়েই আমার হাত গিয়েছে একাধিক জায়গায়।"