Advertisment
Presenting Partner
Desktop GIF

অমিতাভ-সলমন নয়, একতা কাপুরের রূপকথার রসায়নই হিট

ইন্ডিয়ান আইডল অবশেষে অস্বিত্ব রক্ষার লড়াইয়ে টিকে গেল। কিন্তু দৌড়ে পিছিয়ে রয়েছে কৌন বনেগা ক্রোড়পতি ১০, ডান্স প্লাস ৪ ও বিগ বস ১২।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একতা কাপুর দিব্যি বোঝেন দর্শকের চিন্তাধারা।

একতা কাপুর দিব্যি বোঝেন দর্শকের চিন্তাধারা। সেই সঙ্গে জানেন গল্পের গরু গাছে উঠলেও সেটার মধ্যে সামঞ্জস্য কীভাবে বজায় রাখতে হয়। নইলে কী আর সাধে দ্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (BARC) রেটিং অনুযায়ী, নাগিন থ্রি রাজত্ব করছে টেলিভিশন দুনিয়ায়। টিআরপি তালিকায় ওঠানামা তো হতেই থাকে। তবে এবারের চড়াই উতরাই একটু বেশি রকমেরই চমকে দিয়েছে। কিন্তু সুরভি জ্যোতি, অনিতা হাসনন্দানি অভিনীত নাগিন থ্রির জনপ্রিয়তা এই সিজনের প্রথম থেকেই। তালিকার পরের দিকে রয়েছে জি টিভির কুন্ডলী ভাগ্য ও কুমকুম ভাগ্য। প্রথম পাঁচে ৪৭ সপ্তাহ ধরে রয়েছে কুলফি কুমার বাজেওয়ালা ও রাধাকৃষণ। ইন্ডিয়ান আইডলও অবশেষে অস্বিত্ব রক্ষার লড়াইয়ে টিকে গেল। কিন্তু দৌড়ে পিছিয়ে রয়েছে কৌন বনেগা ক্রোড়পতি ১০, ডান্স প্লাস ৪ ও বিগ বস ১২। চ্যানেলের কথা বললে স্টারপ্লাস আবার আর্বান মার্কেটে ফিরে এসেছে।

Advertisment

publive-image এক নম্বরে নাগিন

publive-image দ্বিতীয় স্থানে কুন্ডলী ভাগ্য

publive-image তৃতীয় নম্বরে কুমকুম ভাগ্য

publive-image চারে কুলফি কুমার বাজেওয়ালা

publive-image পাঁচে রাধা কৃষণ

publive-image ছয়ে ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়

publive-image সাতে রয়েছে গুড্ডান তুমসে না হো পায়েগা

publive-image আট নম্বরে তারক মেহেতা কি উলটা চশমা

publive-image নয়ে রয়েছে তুঝসে হ্যায় রাবতা

publive-image সোনি টিভির ইন্ডিয়ান আইডল দশে

publive-image কসৌটি জিন্দেগি কি নিয়ে চর্চা হলেও তার স্থান কিন্তু বারো নম্বরে

publive-image শক্তি অস্বিত্ব কি এহেসাস কা রয়েছে তেরোতে

publive-image চোদ্দোয় ডান্স প্লাস ফোর

publive-image নজর পোনেরোয়

publive-image ষোলোয় ইস্ক সুভানাল্লাহ

publive-image বার্কের ১৭ নম্বরে রয়েছে নিমকি মুখিয়া

publive-image সলমন খানের বিগ বস সেই ১৮ নম্বরে

publive-image ইশক মে মরজাওয়া উনিশে

publive-image স্টার প্লাসের কৃষ্ণা চলি লন্ডন রয়েছে তালিকার ২০ নম্বরে

তালিকায় সেরা শোয়ের মধ্যে রয়েছে কুন্ডলী ভাগ্য, ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায় এবং কুলফি কুমার বাজেওয়ালা। স্টার ভারতের পৌরাণিক আখ্যান রাধাকৃষণের টিআরপিও বেশ ভাল।

Advertisment