Advertisment

শৈশবের ছবি পোস্ট করে মাতৃদিবস পালন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট সহ গোটা বি-টাউন

গতকাল মাতৃদিবসে বিগ বি থেকে আলিয়া ভাট, সকলেই নিজের ছোট বেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পালন করলেন মাতৃদিবস।

author-image
IE Bangla Web Desk
New Update
mothers-day-759

মাতৃদিবস পালনে ছবি শেয়ার করলেন বি টাউন

গতকাল ১৩ই মে মাতৃদিবস পালন করল গোটা বিশ্ব। এবিষয়ে পিছিয়ে থাকেনি বলিউড তারকারাও। এবছর তাঁরা আন্তর্জাতিক মাতৃ দিবস পালনে করলেন এক অভিনব উপায়ে।

Advertisment

অমিতাভ বচ্চন থেকে সোনম কাপুর সহ সব সেলেবরাই তাঁদের মায়ের সঙ্গে তোলা ছবি পোষ্ট করে মাকে উইশ করেছেন সকলে।  কেউ তুলেছেন নতুন ছবি । কেউ বা আবার পাড়ি দিয়েছেন নস্টালজিয়ার জগতে।

সোশ্যাল মিডিয়ার বেড়া জালে এতদিন নিজেকে অধরা রেখেছিলেন ঐশ্বর্য রাই। মাতৃদিবসের ঠিক আগের দিনই সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট খুলেছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। এদিন তিনিও তাঁর মা কে উৎসর্গ করে পোষ্ট করেন যে মা তাঁর জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য একজন মানুষ তাই তাঁর জীবনে প্রতিটি দিনই মাদার'স ডে।

বিগ বি লেখেন, মায়ের চাইতে বড় কোন আশ্রয় নেই। মায়ের চাইতে বড় কোন রক্ষাকর্তা ও নেই তাই মায়ের মত প্রিয় মানুষও কেউ হতে পারেন না। মাতৃদিবসের শুভদিনে মাতৃশক্তির জন্য রইল আমার শ্রদ্ধা।

সদ্য বিবাহিত সোনম কাপুর বর্তমানে কান ফেস্টিভ মুডে থাকলেও ইনস্টাগ্রামে শেয়ার করতে ভোলেন নি মায়ের ছবি। ছবির সঙ্গে সোনম জানিয়েছেন তিনি এত দিন যা যা শিখেছেন সবটাই তার মায়ের দৌলতে। দয়া, ধর্য্য, স্টাইল সবটাই সে রপ্ত করেছে তাঁর মায়ের থেকে। মাকে ভালোবাসা জানিয়ে এদিনের শুভেচ্ছা জানিয়েছে সোনম।

publive-image

অভিষেক বচ্চনও তাঁর বাল্যবয়সে মা জয়া ভাদুড়ির সঙ্গে তোলা ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

publive-image

তালিকা থেকে বাদ জাননি অক্ষয় কুমার ও। এদিন তিনি ও মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে।

publive-image

publive-image

publive-image

publive-image

amitabh bachchan sonam kapoor Mother’s Day
Advertisment