scorecardresearch

লাল টুকটুকে বেনারসীতে গৃহপ্রবেশ মৌনীর, বরকে হারালেন আংটিখেলায়, তারপর? দেখুন ভিডিও

মন দিয়েই বিয়ের সব নিয়ম পালন করলেন মৌনী এবং সূর্য

লাল টুকটুকে বেনারসীতে গৃহপ্রবেশ মৌনীর, বরকে হারালেন আংটিখেলায়, তারপর? দেখুন ভিডিও
মৌনী রায় এবং সূর্য নাম্বিয়ার

অভিনেত্রী মৌনী রায় এবং সূর্য নাম্বিয়ার বিবাহ আসর থেকে নাচ গানের উত্তাল ভিডিও নিয়ে সরগরম নেট দুনিয়া। মালায়ালি এবং বাঙালি দুই সাজেই মৌনী নজর কেড়েছেন দর্শকদের কাছে। মাঝখানে পার ৩দিন। এবার নববধূর ঘরে আসার পালা। বিয়েতেই শেষ নয়, তার পরের আচার অনুষ্ঠানেও কিন্তু খামতি নেই! নিয়ম মেনেই ঘরে প্রবেশ করলে নববধূ মৌনী। 

রবিবার রাতেই মুম্বাই ফিরে আসেন নব দম্পতি। লাল টুকটুকে বেনারসী, কপালে লাল টিপ – নবপরিণীতা মৌনী যেন একেবারেই অনন্যা। অন্যদিকে সূর্য পরে আছেন অফ হোয়াইট কুর্তা পাজামা। দুজনের অংশগ্রহণ দেখবার মত – নিয়ম মেনে হাসি ঠাট্টায় অনুষ্ঠান পালন করেছেন তারা। আংটি খোঁজার পর্বেও এমন গভীর ঝোঁক দুজনের – তবে শেষ অবধি জিতলেন মৌনী! সঙ্গে সঙ্গে বলে বসলেন, জিতেছেন বলেই আজীবন কেনাকাটার বিষয়ে আর কার্পণ্য করতে পারবেন না সূর্য। 

আলতায় পা দিয়ে, চালের কলস উল্টিয়ে বাড়িতে প্রবেশ করেন অভিনেত্রী। স্বামী সূর্যর উচ্ছ্বাস দেখবার মত। বউ নিয়ে এসেছেন বলে কথা। দরজায় দাঁড়িয়ে নাচতেই শুরু করলেন। সঙ্গ দিলেন অন্যান্যরাও।

বাড়ি ফিরে অবশ্য বন্ধুদের সঙ্গে মজেছিলেন আনন্দ উল্লাসে। হট চকোলেট, মার্শম্যালো আর সকলের অফুরন্ত ভালবাসা মিলিয়ে দিব্য উৎসবের আমেজ বাড়ি জুড়েই। বন্ধুরা যেন একেবারেই মানতে নারাজ, যে বিয়ের উৎসব পর্ব শেষ! 

প্রসঙ্গত, গোয়ায় তিনদিনের বিরাট অনুষ্ঠানের মাধ্যমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনী এবং সূর্য। উপস্থিত ছিলেন পরিবারের মানুষজন এবং বন্ধু তথা টেলি তারকাদের অনেকেই। বিয়ে থেকে সঙ্গীত, পোশাকের বাহারে তাক লাগিয়েছেন অভিনেত্রী। আপাতত শোনা যাচ্ছে না আদৌ রিসেপশন নিয়ে কোনও চিন্তা ভাবনা তাদের আছে কি না! ভাই মুখর রায়ও তার দিদি এবং জামাইবাবুর উদ্দেশ্যে আশির্বাদ প্রার্থনা করেছেন। 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mouni roy and surah nambiar performed the post wedding ritual