scorecardresearch

সিঁদুরদানের পর বরকে জড়িয়ে কেঁদে ফেললেন মৌনী, দেখুন ছাদনাতলার ভিডিও

সূর্য-মৌনীর ওয়েডিং ভিডিও বাংলা গান- “মিলন হবে কতদিনে…”। শোরগোল অনুরাগীমহলে।

Mouni Roy, Suraj Nambiar, Mouni Roy-Suraj Nambiar Wedding video, Mouni gets emotional, মৌনী রায়, সূর্য নাম্বিয়ার, মৌনীর বিয়ের ভিডিও, bengali news today
মৌনী রায়

Mouni Roy-Suraj Nambiar Wedding: সিঁদুরদানের পর ছাদনাতলাতেই বরকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মৌনী রায়। অভিনেত্রী বিয়ের সেই ভিডিও দেখেই আবেগে ভাসছেন অনুরাগীরা।

গতসপ্তাহে ২৭ জানুয়ারি সকালে দক্ষিণীপ্রথায় বিয়ে করার পর, গোধূলি লগ্নে বাঙালি রীতিতে প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মৌনী রায় (Mouni Roy)। দু’দিন ধরে গোয়ার বিলাসবহুল রিসর্টে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন নিয়ে মৌনী-সূর্যর বৈবাহিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন মন্দিরা বেদি, অর্জুন বিজলানি-সহ একাধিক তারকারা। আদ্যোপান্ত সমস্ত নিয়মকানুন মেনেই বিয়ে হয়েছে। পান পাতায় মুখ ঢেকে বিয়ের আসরে পৌঁছেছিলেন অভিনেত্রী। পিঁড়ি ধরেছিলেন অভিনেত্রীর ভাই মুখর আর তাঁর টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। চারিদিকে তখন উলুধ্বনি। সিঁদুরদানের পরই আবেগে ভাসলেন মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রী।

বিয়ের এক সপ্তাহের মাথায় একটি ওয়েডিং ভিডিও পোস্ট করেছেন মৌনী। নেপথ্যে বাজছে বাংলা গান- “মিলন হবে কতদিনে…”। সেখানে বর-কনে উভয়পক্ষকেই যেমন বিয়ের আচার-রীতি মানতে দেখা গেল। আবার ছাদনাতলায় মালাবদল, খইপোড়ানোর সময় কনে মৌনীর আবেগও ধরা পড়ল। সূর্যও স্ত্রীর কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন। ইতিমধ্যেই নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে সূর্য-মৌনীর বিয়ের ভিডিও। সেখানেই অভিনেত্রীকে দেখা গেল সিঁদুরদানের পর বরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে।

[আরও পড়ুন: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে দোর্দণ্ডপ্রতাপ চরিত্রে অজয় দেবগণ, ফার্স্টলুক দেখে মুগ্ধ রণবীর সিং]

উল্লেখ্য, বিয়ের পর বাঙালি মতে গৃহপ্রবেশ-পরবর্তী অনুষ্ঠানে কড়িখেলা, আংটিখেলার ভিডিও-ও প্রকাশ্যে এনেছিলেন নবপরিণীতা বাঙালি অভিনেত্রী। সেখানে বর সূর্যকে হারানোর পরই নায়িকার বন্ধুরা উল্লাসে মেতেছিলেন। লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা পরে দিব্যি দেখতে লাগছিল মৌনী রায়কে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mouni roy gets teary eyed during her bengali wedding with suraj nambiar