২৪ মার্চ রাত আটটায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে আগামী ৩১ মার্চ পর্যন্ত নয়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। করোনাভাইরাসের প্রকোপ কমাতে তা ছাড়া আর কোনও উপায় ছিল না, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলিউড তারকারা অনেকেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন টুইটারে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।
তাপসী পন্নু টুইটারে লিখেছেন, ''২১ দিন তো কী হয়েছে, স্বাভাবিক জীবনের ছন্দ যাতে বজায় থাকে, তার জন্য বেশি কিছু নয়। আশা করছি, এই লকডাউনের পরে আমরা সকলের কাছে একটা বড় কারণ থাকবে সেলিব্রেট করার। ততদিন এক একটা দিন পার করে যান শুধু।''
21 days !
Not a lot for us in return of our lives.
Let’s do this everyone ! ????????
And hopefully by the end of THIS lockdown we surely will have a reason n time to celebrate. Until then let’s get through one day at a time.— taapsee pannu (@taapsee) March 24, 2020
শাহিদ কাপুরও তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ''বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন। মানসিকভাবে, শারীরিকভাবে ও আবেগের দিক থেকে শক্ত থাকুন। ভালবাসা ছড়িয়ে দিন। বিশ্বাস রাখুন। যখন সম্ভব প্রার্থনা করুন। যারা জীবনে গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গে রোজ কথা বলুন। রান্না করুন। প্রত্যেকদিন আকাশের দিকে তাকান। এই সময়টা কেটে যাবে।''
আরও পড়ুন: লকডাউনকে সাধুবাদ, তবে কিঞ্চিৎ উদ্বেগে বাংলা বিনোদন জগৎ
শ্রেয়া ঘোষাল, অরবিন্দ স্বামী, রীতেশ দেশমুখ, অনিল কাপুর-সহ সব তারকারাই মানুষকে বাড়িতে থাকার ও ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে লকডাউনে থেকে নিজেকে ভাল রাখতে অনেকেই ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকছেন। কিছুদিন আগেই নুসরত জাহান তাঁর পেইন্টিং করার ছবি আপলোড করেছিলেন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে।
মৌনী রায় ও হিনা খানও শেয়ার করলেন তাঁদের রং-তুলি নিয়ে সময় কাটানোর ছবি। পাশাপাশি অহেতুক অতিরিক্ত জিনিস কিনে মজুত না করার অনুরোধ জানালেন হিনা। দেখে নিতে পারেন তাঁর সম্পূর্ণ টুইটটি--
Dear All,
Instantaneous Panic Buying with the motive of hoarding essentials will or may result in someone needy go without it, which can be fatal for them n for the people surrounding them. Desperate people will take desperate steps and I m sure no one intends that.. cont.— HK (@eyehinakhan) March 24, 2020
এছাড়া বাড়িতে থেকে লকডাউন সফল করার অনুরোধ জানিয়েছেন পবন কল্যাণ, রিচা চাড্ডা, সবিতা ধুলিপালা, বিশাল দাদলানি-সহ বহু বলিউড ব্যক্তিত্ব। প্রত্যেকেই এই সময়ে ইতিবাচক থেকে, সম্মিলিত ভাবে লড়াই করার আবেদন জানিয়েছেন দেশের নাগরিকদের।
Please read the full article in English