scorecardresearch

গোধূলি লগ্নে বাঙালি মতে সাত পাকে ঘুরলেন মৌনী রায়, হল সিঁদুরদান-কনকাঞ্জলি, দেখুন বিয়ের ভিডিও

পান পাতা দিয়ে মুখ ঢেকে ছাদনাতলায় এলেন অভিনেত্রী। নিজেই শেখালেন নিয়ম। দেখুন ছবি-ভিডিও।

Mouni Roy-Suraj Nambiar, Mouni Roy-Suraj Nambiar, Mouni Roy-Suraj Nambiar Marriage, বাঙালি মতে বিয়ে করলেন মৌনী রায়, মৌনী রায়, সূর্য নাম্বিয়ার, মৌনীর বিয়ে, bengali news today
মৌনী রায়ের বিয়ে

বৃহস্পতিবার সকালে দক্ষিণী প্রথায় প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন মৌনী রায়। গোয়ায় বসেছে বিয়ের আসর। একেবারে জমজমাট আয়োজন। এবার সন্ধে গড়াতেই গোধূলী লগ্নে বাঙালি প্রথা মেনে অগ্নি সাক্ষী রেখে সূর্যর সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনেত্রীর বাঙালি মতে বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে।

পরনে লাল লেহেঙ্গা। মাথায় লাল চেলি। হাতে শাখা-পলা। পান পাতায় মুখ ঢেকে বিয়ের আসরে পৌঁছলেন মৌনী রায়। পিঁড়ি ধরলেন অভিনেত্রীর ভাই মুখর আর তাঁর টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। চারিদিকে তখন উলুধ্বনি। বর সূর্য বিয়ের আসরেই অপেক্ষারত স্ত্রী মৌনীর জন্য। নেপথ্যে গান বাজছে, “আমারও পরাণ যাহা চায়…।”

আদ্যোপান্ত বাঙালি নিয়ম মেনে বিয়ে হল। সিঁদুরদান থেকে কনকাঞ্জলী, খই পোড়ানো কিছুই বাদ গেল না। মৌনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সূর্য নাম্বিয়ার। বাঙালি জামাইয়ের সাজে ছিল আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া। গলাবন্ধ পাঞ্জাবী পরে, উত্তরীয় ঝুলিয়ে বিয়ে করলেন সূর্য।

[আরও পড়ুন: দক্ষিণী রীতির বিয়ে করলেন মৌনী রায়, বাঙালি সাজেই নবপরিণীতা জড়িয়ে ধরলেন স্বামী সূর্যকে]

মৌনীর চোখে-মুখে হাসি-খুশির জোয়ার। বিয়ের আসরে বন্ধুদের উল্লাস। এমনকী সেলেবসুবোভাব ছেড়ে বিয়ের আসরে মৌনীর পিঁড়ি এতটাই ওপরে তুলল ভাইয়েরা যে বর সূর্যকে গলায় মালা পরাতে গিয়ে বেজায় বেগ পেতে হল। এসব মজা আনন্দের ভিডিও দেখেই মজেছেন অনুরাগীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mouni roy suraj nambiar ties knot in bengali ritual