চলে গেলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা পায়েল চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাত ১.৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পায়েল চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত মৌসুমী কন্যা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর মধ্যরাতেই প্রয়াত পায়েল।
২০১৭ সাল থেকেই ডায়াবেটিসের কারণে অসুস্থ ছিলেন পায়েল। ২০১৮-য় এতটাই স্বাস্থ্যের অবনতি হয়েছিল যে কোমায় চলে গিয়েছিলেন মৌসুমী তনয়া। গত বছর পায়েলের স্বামী ডিকি সিনহার বিরুদ্ধে বম্বে আদালতের দারস্থ হয়েছিলেন মৌসুমী ও তাঁর স্বামী জয়ন্ত চট্টোপাধ্যায়। তাদের অভিযোগ ছিল হাসপাতাল থেকে বাড়ি আনার পর মেয়ের সাইকোথেরাপি ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছেন ডিকি।
এদিন সকালেই খবর প্রকাশ্যে আশা মাত্রই শোকের ছায়া বলিউডে। অনেক বলিউড তারকা টুইট করে শোকজ্ঞাপন করেছেন।
আরও পড়ুন, প্রয়াত থিয়েটার অভিনেত্রী শওকত কাইফি
পায়েলের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেননি মৌসুমী চট্টোপাধ্যায় ও জয়ন্ত চট্টোপাধ্যায়।