টলিউডে টানাপোড়েন ও হল নিয়ে সমস্যার কথা কে না জানে। প্রযোজকদের মধ্যে ঝামেলাটা আর পর্দায় পিছনে নেই। এমতবস্থায় প্রকাশ্যে এল পরিচালকদের বিবাদও। ছবির বিষয় একটাই কিন্তু তিনজন পরিচালক। বিনয়-বাদল-দীনেশ নিয়ে যুদ্ধের পরিস্থিতি টলিউডে। নেপথ্যে অঞ্জন দত্ত, মানস মুকুল পাল ও অনিকেত চট্টোপাধ্যায়।
কিছুদিন আগেই জানা গিয়েছে অঞ্জন দত্ত এই তিন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে তৈরি করছেন ছবি ‘অপারেশন রাইটার্স’। সেখানে বিনয়, বাদল ও দীনেশের চরিত্রে যথাক্রমে- আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু গোল বাঁধল আরও দুজন পরিচালক এই বিষয়ের ছবির বানাচ্ছেন কথাটা কানে আসতেই। প্রায় দেড় বছর আগে এই তিনজনকে নিয়ে ছবি বানানোর কথা জানিয়ে দিয়েছিলেন প্রযোজক দেব। পরিচালনায় অনিকেত চট্টোপাধ্যায়। আর শেষমেষ সারিতে নাম রয়েছে মানস মুকুল পালের। যদিও তিনি দীনেশ কে নিয়ে ছবি বানাচ্ছেন কিন্তু এই প্রসঙ্গে বিনয় ও বাদলও যে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে থাকবে সেকথা বলাই বাহুল্য।
আরও বলুন, আমাদের মতো দেশে অনলাইনে একটু সেন্সর থাকা ভাল: সুজিত সরকার
এই প্রসঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বললেন, ''দেড় বছর আগে খবরের কাগজের আর্টিকল দেখুন সেখানে আমি,দেব সাংবাদিক সম্মেলন করে বলেছি যে ছবিটা আমরা করছি। আর বিনয় বাদল দীনেশ তো এমনি একটা চিত্রনাট্য নয় যে বললাম আর করে ফেললাম। সময় লেগেছে রিসার্চ করতে। সবে ফাইনাল ড্রাফট তৈরি করতে পেরেছি। ১৯ এর মাঝামাঝি আমরা ফ্লোরে যাব। হঠাৎ করেই শুনলাম যে অঞ্জন দা আর মানস মুকুলও করবেন''। অঞ্জন দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর মেলেনি।
মানস মুকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''এই প্রজেক্টটার কারণে আমি বহু ছবির অফার ছেড়েছি। ফলত ছবিটা থেকে পিছিয়ে আসার জায়গা নেই। আর আমি শুধু এটা নয় একটা সিরিজ তৈরি করব ছবির স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। সেটায় একটাতে দেবকে নিয়ে ভেবেছি। সেকথা দেব জানে''। তিনিও ১৯ এই ফ্লোরে নামছেন ছবিটা নিয়ে। দীনেশের চরিত্রে নিয়ে আসছেন নতুন মুখ।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ডালহৌসি স্কোয়ারের নাম বদলে হয়ে যায় বি বা দী বাগ। সালটা ১৯৩০, এখনকার রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে সিম্পসন সাহেবকে হত্যা করেন এই তিন বিপ্লবী। চার ঘন্টার লড়াইয়ের পর বন্দী হন তারা। এই বিষয়টাই এবার উঠে আসবে সিনেমার পর্দায়। তবে তার আগেই তরজা শুরু টলিপাড়ায়।