বর্ধমানে চলছে 'গোলন্দাজ'-এর শুটিং, মাঝরাতে কেক হাতে রাস্তায় চিৎকার, 'হ্যাপি বার্থ ডে দেবদা'

দেবের আগাম জন্মদিন কে পালন করল জানেন?

দেবের আগাম জন্মদিন কে পালন করল জানেন?

author-image
IE Bangla Web Desk
New Update
dev

বর্তমানে বর্ধমানের দশঘড়ায় চলছে দেবের আগামী ছবি 'গোলন্দাজ' (Golondaaz)-এর শুটিং। গত কয়েক দিনে বেশ ঠান্ডা পড়েছে রাজ্যজুড়ে। গতকালই হলুদ জ্যাকেট পরে সিনেমার সেট থেকে ছবি শেয়ার করেছেন দেব (Dev)। আর এসবের মাঝেই রাতের বর্ধমানে হঠাৎ চিৎকার, উল্লাস- "হ্যাপি বার্থ ডে দেবদা...।" ব্যাপারটা কী?

Advertisment

২৫শে ডিসেম্বর বড়দিনেই যে দেবের জন্মদিন, তা অনুরাগীদের ভালই জানা। বাকি আর মাত্র কয়েকটা দিন। তারকা সাংসদের জন্মদিনের দিন দুই-তিনেক আগে থেকেই শুরু হয়ে যায় অনুরাগীদের হইহই। তবে এবার খানিক আগেই দেবের জন্মদিন পালন শুরু হয়ে গেল। প্রি-বার্থডে ব্যাশে অভিনেতাও বেশ উচ্ছ্বসিত। কারা করলেন এসব? জন্মদিনের ঠিক ১৪ দিন আগেই 'গোলন্দাজ'-এর সেটে কেক নিয়ে হাজির তারকা সাংসদের অনুরাগীরা। সেখানেই প্রিয় অভিনেতাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে তাঁকে দিয়ে কেক কাটালেন তাঁরা। উল্লাস, হইহই... শুটিং সেটে সে এক হুলস্থূল কাণ্ড! গোটা ঘটনায় দেবও সারপ্রাইজড! আর সেই মুহূর্তই দেবের এক ফ্যানপেজ থেকে শেয়ার হয়েছে। যা আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।

সম্প্রতি বাংলাদেশি ছবি 'কম্যান্ডো'র শুটিং শেষ করে ধ্রব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'গোলন্দাজ'-এর কাজ শুরু করেছেন দেব। বর্ধমানের দশঘড়ায় আপাতত পুরোদমে চলছে শুটিং। সেখানেই বৃহস্পতিবার রাতে শুটিংয়ের ফাঁকে প্রিয় সুপারস্টারকে ঘিরে ধরেন একদল স্থানীয় অনুরাগীরা। অভিনেতার জন্মদিনের আগেই তাঁরা চকোলেট কেক নিয়ে হাজির। ভক্তদের নিরাশ করলেন না দেব। তাঁদের আবদার মেনে কেক কাটলেন। এমনকী, সেই কেকের টুকরো তাঁদের মুখেও তুলে দিলেন। শুটিং স্পটে দেবের ভ্যানিটি ভ্যানের অনতিদূরে তখন অনুরাগীদের কী উল্লাস! গলা ছেড়ে সবাই গাইছেন, "হ্যাপি বার্থ ডে দেবদা...।" অভিনেতাও আপ্লুত।

Advertisment

টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার হওয়ার পাশাপাশি তিনি এখন জনপ্রতিনিধিও বটে! শুটিং, সংসদীয় এলাকার কাজ সব সামলাচ্ছেন সমান তালে। জনপ্রিয়তার শীর্ষে ওঠেও তিনি যে এখনও সাদামাটা, মাটির কাছের মানুষ, এদিন তা আবারও প্রমাণ করলেন। প্রি-বার্থডে ব্যাশের ভাইরাল ভিডিওতেই মিলল ইঙ্গিত।

দেখুন সেই ভিডিও-

View this post on Instagram

A post shared by Dev FC © (@worldofprateeti)

Dev Golondaaz