Advertisment
Presenting Partner
Desktop GIF

Rachana Banerjee in Hooghly: 'কুইন্টাল কুইন্টাল জল...', বন্যা কবলিত হুগলি পরিদর্শনে ফের 'ভুল' রচনার, কিনলেন ওলকচু...

Rachana Banerjee news: জোরালো বৃষ্টিতে ভেসে যাচ্ছে হুগলি, রচনা বন্দোপাধ্যায় গেলেন পরিদর্শনে। শুধু তাই নয়, এখানেও মাস্টারপ্ল্যান করতে হবে, সেই নিয়ে কথাও বললেন। তাঁর পাশাপাশি ভুল ও করে বসলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rachana banerjee

Rachana In Hooghly: হুগলীর বন্যা দেখতে রচনা

Rachana in Hooghly: পরনে সবুজ রঙের পোশাক, রচনা বন্দোপাধ্যায় গিয়েছিলেন হুগলি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে। রচনা সেখানে গিয়ে, শুধু জল পরিদর্শন করলেন না, বরং সবজি পাতি পর্যন্ত কিনে আনলেন।

Advertisment

রচনা বন্দোপাধ্যায় হুগলি জেলার নতুন সাংসদ। লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি হুগলির মসনদে বসেছেন। কিন্তু, অভিনেত্রী এবং সংসদকে ঘিরে নানাসময় নানা আলোচনা হয়। বলা উচিত, বিতর্ক হয় বেশি। লোকসভা নির্বাচনের আগে থেকেই তিনি যতবার কোনও না কোনও মন্তব্য করেছেন তখনই, শুরু হয়েছে সমালোচনা।

আর এবার, তিনি হুগলির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েই বলেন, 'কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিচ্ছু নেই। সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ডিভিসি বলছে, ওরা জানিয়ে জল ছেড়েছে। যাই হোক, আমি মুখ্যমন্ত্রীর ঊর্ধ্বে গিয়ে কিছু বলব না। কারণ, উনি আমাদের গুরুজন।' এর পাশাপাশি তিনি আরও জানান, বলাগর মাস্টার প্ল্যান করতে চান তিনি।

অভিনেত্রীর কথায়, 'ঘাটাল মাস্টারপ্ল্যান করতে কেন্দ্র সাহায্য করেনি। সেটা মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে করছেন'। রচনা, আজ বলাগড় এর নানা এলাকা ঘুরে খতিয়ে দেখেন। চাঁদরা, মিলনগড় সহ নানা এলাকায় তিনি যান। এদিকে, অভিনেত্রীর কুইন্টাল কুইন্টাল বক্তব্যে বিজেপির তরফে তোপ দেগে বলা হয়েছে, যে তিনি কিউসেক এবং কুইন্টালের তফাৎ বোঝেন না।

Advertisment

অন্যদিকে, বন্যা এলাকা ঘুরে বেড়ানোর সময় রচনা কিছু সবজি ও কেনেন। এর আগেও, দেখা গিয়েছে নির্বাচনের পরে তিনি হুগলির নানা এলাকার বাজার ঘুরে সবজি কিনছেন। অভিনেত্রী আজ কিনলেন ওলকোচু। বলাগরের মিলন গড় এলাকা থেকে ফেরার সময় রচনা দেখেন চাষীরা ওল ধুয়ে বস্তায় ভরছেন বাজারে বিক্রি করবেন বলে। সেই চাষীদের থেকেই ওল কিনে নিলেন রচনা। এমনকি হাসতে হাসতে এও জানতে চান যে গলা ধরবে কিনা। খেতে যে ভাল লাগে সেকথাও বললেন তিনি।

Tollywood Actress tollywood tollywood news Rachana Banerjee
Advertisment