Advertisment
Presenting Partner
Desktop GIF

'এই কাজের মেয়েকে কোথায় পেলে?' সুদীপ্তাকে দেখার পর চূড়ান্ত ঝগড়া করেন মৃণাল সেনের স্ত্রী!

সুদীপ্তা নিজেই বললেন একথা, কিন্তু...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
today entertainment news article, bengali news article sudipta chakraborty, sudipta chakraborty news, sudipta chakraborty fb post, sudipta chakraborty tollywood, sudipta chakraborty updates, sudipta chakraborty binodini, sudipta chakraborty stage shows, সুদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তার নাটক, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

সুদীপ্তার মন্তব্য

ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে তারকাদের জীবনে কতকিছুই না ঘটে। শুরুর দিকে, সব তারকার সংগ্রাম এক থাকে না। অনেকেই আছেন নামকরা পরিচালকের নজরে পরে যান, আবার অনেককেই পছন্দের পরিচালকের সঙ্গে কাজ করতে কাঠখড় পোড়াতে হয়। কিন্তু, স্বয়ং যখন মৃণাল সেন কাউকে ফোন করেন...

Advertisment

ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার পরেই মৃণাল সেনের ফোন এসেছিল সুদীপ্তার কাছে। তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মৃণাল সেন নিজে। কারণ ছিল অন্যকিছু। ঋতুপর্ণর বাড়িওয়ালী ছবিতে একজন কাজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সুদীপ্তা। তাঁর অভিনয়ের সাবলীলতা দেখে যেন চমকে গিয়েছিলেন মৃণাল বাবুর স্ত্রী গীতা দেবী। শুধু তাই নয়, তিনি ভেবেছিলেন সুদীপ্তা হয়তো আসলেই কাজের মেয়ে। কিন্তু এই ভুল ভাঙান ঋতুপর্ণ নিজেই। বলেন, "ও অভিনেত্রী, কাজের মেয়ে না।"

আরও পড়ুন - ‘আমার মেয়ের গড়ন এমন নয়..’, বাংলা ছবিতে দেখতে সুন্দর হলেই নায়িকা! বিস্ফোরক সুদীপ্তা চক্রবর্তী

একথা, নিজেই শেয়ার করেছেন সুদীপ্তা। 'বাড়িওয়ালী' ছবিতে অভিনয় করার পর থেকেই তিনি আরও বেশি করে পরিচিতি পেতে শুরু করেন তিনি। তাই বলে, তাঁর অভিনয় দেখে কাজের মেয়ে হিসেবে ভেবে বসবেন গীতা দেবী যেন বিশ্বাসের বাইরে ছিল। সুদীপ্তা বলেন, "আমায় গীতা সেন বলেন, আরেহ তোমার জন্য তো ঋতুর সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল। যে কোথা থেকে পেয়েছে এই কাজের মেয়েটিকে। আমি তো ভাবতেই পারছি না, যে তুমি অভিনেত্রী। আমার মনে হল, তুমি এই কাজই করো।"

যদিও, একথা বলতে বলতে গায়ে কাঁটা দিয়ে ওঠে সুদীপ্তার। মৃণাল সেনের তরফে, ফোন পেয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না তাঁর। মনে করেছিলেন, কেউ মজা করছেন। কিন্তু সেই দরাজ গলায় মৃণাল বাবু তাঁকে বলেন, "তোমার নম্বরটি আমি ঋতুর থেকে সংগ্রহ করেছি। বাড়িওয়ালী দেখার পর, তোমার সঙ্গে কথা বলার খুব দরকার ছিল।"

Entertainment News
Advertisment