কোলের বাচ্চা ছিনিয়ে নিল বিদেশি সরকার। অথৈ জলে পড়ে সেদেশের কোর্ট-কাছারি করেও লাভ হয়নি! সেই হৃদয় বিদারক গল্প দেখা যাবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। সরস্বতী পুজোয় প্রকাশ্যে এসেছিল ফার্স্টলুক। এবার ট্রেলারে বাঙালি দম্পতির অদম্য লড়াইয়ের কাহিনি দেখালেন রানি মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য।
সাধের কলকাতা ছেড়ে কাজের সূত্রে নরওয়েতে যান এক বাঙালি দম্পতি। তবে বিদেশে গেলেও আদবকায়দা ভোলেননি। আদ্যোপান্ত বাঙালিয়ানা বজায় রেখেই চলছিল সুখের ঘরকন্না। তবে বাদ সাধল এক ঘটনা। যা বদলে সেই বাঙালি দম্পতির জীবন। সন্তান ফেরানোর অদম্য লড়াই দেখিয়ে দিল গোটা দুনিয়াকে যে মায়ের থেকে বড় শক্তি এই দুনিয়াতে আর কিছুই নেই। কলকাতার সেই দম্পতির সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে হিন্দি সিনেমা Mrs. Chatterjee vs Norway। যেখানে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।
বৃহস্পতিবার সেই ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনেদর্শকদের উত্তেজনার পারদ বেড়ে দ্বিগুণ হল। বলিউড মর্দানি রানি ২ বছর বিরতির পর একেবারে অন্য অবতারে ধরা দিলেন। ট্রেলার তাঁর মুখ থেকে ভাঙা ভাঙা বাংলা সংলাপ মন কেড়েছে অনুরাগীদের। অন্যদিকে, স্ত্রীয়ের ভূমিকায় থাকা বলিউড নায়িকার সঙ্গে যে বাংলার অনির্বাণ পাল্লা দিয়ে অভিনয় করেছেন, তা পয়লা ঝলকেই বেশ বোঝা গেল।
বিদেশের মাটিতে সন্তানদের ফিরে পেতে বাঙালি দম্পতির যে অদম্য লড়াই, সেটা বড়পর্দায় দেখার জন্য একপ্রকার মুখিয়ে রয়েছেন দর্শকরা। ২০১১ সালে নরওয়ে সরকারের সঙ্গে এক মারাত্মক আইনি লড়াই লড়েছিলেন কলকাতার দম্পতি অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্য। ভারতীয়দের সংস্কৃতি এবং আর্থিক পরিস্থিতির অছিলায় তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল দুই দুধের শিশুকে। নানা আইনি জটিলতার পর বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে নওরওয়ে সরকার শেষমেশ তাঁদের দুই সন্তানের দায়িত্ব কাকার কাছে দিতে বাধ্য হয়। এত্তসবের মধ্যে যদিও দাম্পত্যে ফাটল ধরে। তবে হাল ছাড়েননি মা সাগরিকা। সেই হৃদয় বিদারক কাহিনিই এবার বলিউডের পর্দায়। মুক্তি পাচ্ছে ১৭ মার্চ।
<আরও পড়ুন: বউ আলিয়া থানাপুলিশ করছেন, হুঁশ নেই রণবীরের! ‘দিল্লিওয়ালি..’র সঙ্গে উদ্দাম নাচ>
পরিচালনায় অসীমা ছিব্বর। সত্য ঘটনা অবলম্বনে গল্প লিখেছেন রাহুল হান্ডা, সমীর সাতিজা এবং অসীমা।