ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার প্রযোজকের চেয়ারে। টেলিভিশন শো-এর প্রযোজনা করতে চলেছেন তিনি। প্রতিটি পর্বে সাহসী আর্মি অফিসার, যাঁরা পরম বীরচক্র এবং অশোক চক্রে সম্মানিত হয়েছেন, তাদের জীবন কাহিনি প্রকাশ্যে আনবেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের সূত্র অনুযায়ী, ''ক্রিকেটে বিরতি চলাকালীন ধোনি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রচুর সময় কাটাতেন। এমনকি ভারতীয় টেরিটোরিয়াল সেনাবাহিনীর সঙ্গে দু'সপ্তাহ কাজও করেছেন তিনি। এভাবেই তিনি সৈন্যদের সাহসিকতা সম্পর্কে বেশি করে জানতে পারেন। সেনা এবং তাদের পরিবারের কষ্ট বুঝতে পেরেছিলেন ধোনি। সেই সমস্ত কাহিনিই সবাইকে জানাতে চান ধোনি এবং সে কারণেই তাঁর প্রযোজনায় আসা।''
আরও পড়ুন, পিচ নয়, টেলিভিশনে ছক্কা হাঁকাবেন ধোনি
সূত্র আরও জানায়, ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড-এর ব্যানারেই প্রযোজনা করবেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য তিনি একা নন, স্টুডিও নেক্সটের সঙ্গে জোট বেঁধে শোয়ের প্রযোজনা করতে চলেছেন ধোনি। কনটেন্ট তৈরিতে রয়েচে সেট ইন্ডিয়া। শোয়ের জন্য সবেমাত্র চিত্রনাট্যে তৈরির কাজ শুরু হয়েছে, সামনের বছর মুক্তি পেতে চলেছে। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা না গেলেও শোনা যাচ্ছে সোনি টিভিতেই সম্প্রচারিত হবে এই শো।
এ বছরের শুরুতে, হটস্টারে রোর অফ দ্য লায়ন-এর প্রযোজনা করেছেন তিনি। যেখানে ধোনিকেই দেখা গিয়েছে ক্যামেরার সামনে। ২০১৮-র আইপিএল ট্রফিতে চেন্নাই সুপার কিংসের উত্থান নিয়ে তৈরি এই ডক্যু-ড্রামা।
আরও পড়ুন, বিয়ে বছর না ঘুরতেই বিচ্ছেদের পথে শ্বেতা বসু প্রসাদ
২০১৬ সালে মুক্তি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। নীরজ পাণ্ডের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত।