New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/lead-70.jpg)
গান গাইনেব, অনুরোধ রাখবেন আবার শ্রোতাদের সঙ্গে চ্যাটও করবেন।
চ্যানেলের সোশাল মিডিয়া পেজে প্রতিদিন থাকবে জ্যাম সেশন আর প্রিয় গায়ক-গায়িকার সঙ্গে লাইভ চ্যাটের সুবিধা। আর সকাল সকাল রয়েছে সানির ওয়ার্কআউট সেশন।
গান গাইনেব, অনুরোধ রাখবেন আবার শ্রোতাদের সঙ্গে চ্যাটও করবেন।
এমার্জেন্সি পরিষেবা কর্মী ও কিছু বিশেষ ক্ষেত্রের কর্মীরা ছাড়া ২১ দিন গোটা দেশের মানুষকে বাড়ির মধ্যেই থাকতে হবে। করোনা প্রতিরোধে লকডাউন ইন্ডিয়া চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বহু মানুষই এই বাধ্যবাধকতা এবং সংক্রমণ নিয়ে সামগ্রিক ভয়ের কারণে মানসিক চাপে রয়েছেন। অনেকে আবার এই চাপের মধ্যেও বাড়ি বসে অফিসের কাজ করছেন। তাঁদের কথা ভেবেই এমটিভি বিটস একটি অভিনব উদ্যোগ নিয়েছে।
সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্বের এই সময়ে মানুষ ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন সোশাল মিডিয়ার উপর। তাই সোশাল মিডিয়াতেই যাতে ঘরবন্দি নাগরিকরা তাঁদের প্রিয় গায়ক গায়িকাদের লাইভ জ্যামিং সেশন দেখতে পান, সেই উদ্যোগ নিয়েছে এমটিভি বিটস।
আরও পড়ুন: লকডাউনে বিনোদন পর্ব ২: হাতে রইল ৫টি বাংলা শর্ট ফিল্ম
এই চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে লকডাউনের কদিন ঠিক বিকেল পাঁচটায় শুরু হবে জ্যামিং। গান গাইবেন দর্শন রাভাল, নিকিতা গান্ধী, শাল্মলী, পলাশ সেন, তুলসী কুমার-সহ আরও অনেকে। সেশন চলাকালীন ইচ্ছে করলে নেটিজেনরা তাঁদের প্রিয় শিল্পীকে প্রিয় গানের অনুরোধও করতে পারবেন আবার তাঁর সঙ্গে চ্যাটও করতে পারবেন।
এছাড়া লকডাউনের সময় আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে এমটিভি বিটস-এর। যাঁরা বাড়ি থেকে কাজ করছেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ ওয়ার্ক ফ্রম হোম প্লেলিস্ট। গান শুনতে শুনতে কাজ করতে পারেন আবার কাজের ফাঁকে মাঝেমধ্যে একটু শুনে নিতে পারেন।
তবে শুধু গান শোনা নয়, এমটিভি বিটস আনছে একটি ফিটনেস স্পেশালও। এই ২১ দিনের লকডাউনে অনেকেই জিমে যেতে পারছেন না। বাড়িতে বসে সব সময় কি আর ফ্রিহ্যান্ড করার উৎসাহ পাওয়া যায়। সেই উৎসাহ জোগাবেন সানি লিওনি। ২৬ মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর বিশেষ মর্নিং ফিটনেস শো। প্রতিদিন সকাল ৯টায় এমটিভি বিটস-এ দেখা যাবে এই শো যেখানে সানি দেবেন ফিটনেস টিপস ও বেশ কিছু এক্সারসাইজ কীভাবে করতে হয়, তা নিজেও করে দেখাবেন।
সব মিলিয়ে ২১ দিনের লকডাউন জমজমাট করে তুলতে বেশ তৎপর এমটিভি বিটস।