Advertisment
Presenting Partner
Desktop GIF

Mufasa The Lion King: আগামীকাল রিলিজ 'মুফাসা দ্যা লায়ন কিং'য়ের, শাহরুখ পুত্ররা ছাড়াও আর কে কোন চরিত্রে ডাব করেছেন জানেন?

SRK and Mufasa the lion King team: শাহরুখের বাড়ির বেশিরভাগ রয়েছেন এর ডাবিং এর নেপথ্যে। একথাও অনেকেই জানেন, তেলেগু ভাষায় এই ছবি ডাবিং করেছেন মহেশ বাবু। কিন্তু, হিন্দিতে আর কে কে কোন চরিত্রে ডাব করেছেন সে প্রসঙ্গে জানেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srk- mufasa the lion king

শাহরুখ এবং তাঁর দুই ছেলে বাদ বাকি কে কে রয়েছেন কোন কোন ভূমিকায়? Photograph: (ফাইল চিত্র )

Mufasa The Lion KIng:  আগামীকাল মুফাসা : দ্যা লায়ন কিং মুক্তি পেতে চলেছে ভারতে। সব ছবির মধ্যে এই ছবি নিয়েও উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে দ্যা লায়ন কিংয়ের যারা ভক্ত তাদের কাছে তো এটা বড়দিনের ট্রিট। হিন্দি থেকে তামিল তেলেগু, সব ভাষায় আগামীকাল রিলিজ করছে এই ছবি।

Advertisment

শাহরুখের বাড়ির বেশিরভাগ রয়েছেন এর ডাবিং এর নেপথ্যে। একথাও অনেকেই জানেন, তেলেগু ভাষায় এই ছবি  ডাবিং করেছেন মহেশ বাবু। কিন্তু, হিন্দিতে আর কে কে কোন চরিত্রে ডাব করেছেন সে প্রসঙ্গে জানেন? শাহরুখের সঙ্গে সঙ্গে তাঁর দুই পুত্র রয়েছেন ভিন্ন ভূমিকায়। মশকরা করে অনেকেই বলছেন, শাহরুখ শুধু বউ আর মেয়েকে বাদ রেখেছেন।

মুফাসার ভূমিকায় রয়েছেন শাহরুখ। যদিও এর আগেও তিনিই ছিলেন। এবং তাঁর সঙ্গে সঙ্গে আরিয়ান পর্যন্ত ছিলেন গতবার। কিং পুত্র সিম্বার ভূমিকায় থাকছেন আরিয়ান। কিন্তু, ছোট্ট মুফাসার ভূমিকায় রয়েছে শাহরুখের ছোট পুত্র আব্রাম। এছাড়া, আর কে কোন ভূমিকায় ডাবিং করেছেন?

যে না থাকলে এই গল্পই সম্ভব না, টাকা ( Taka ) তাঁর চরিত্রে গলা দিয়েছেন মেয়িং চ্যাং। তাঁকে বেশিরভাগ মানুষ চেনেন। সেই ইন্ডিয়ান আইডল থেকে তাঁর খ্যাতি। সঞ্চালনা, অভিনয় এবং গানের মাধ্যমে তিনি বহু আলোচনায় থেকেছেন। অন্যদিকে, আরও দুই তারকা রয়েছেন নানা গুরুত্বপূর্ন ভূমিকায়। তাঁদেরকেও বেশিরভাগ চেনেন। একজন শ্রেয়াস তালপেড়ে এবং অন্যজন সঞ্জয় মিশ্র।

Advertisment

শ্রেয়াস রয়েছেন, টিমনের ( Timon ) ভূমিকায়। আর সঞ্জয় রয়েছেন পুম্বার ( Pumbaa ) ভূমিকায়। শ্রেয়াস জানিয়েছেন, যখন কেউ কোনও মানুষের চরিত্রের জন্য ডাব করে সেটা খুব সোজা। কিন্তু যখন কেউ একটা প্রাণীর জন্য ডাব করে, সেটা খুব কঠিন। সেই ক্যারেক্টারকে দেখে বুঝতে হয়। একারণেই নাকি তিনি রাজি হয়েছেন।

উল্লেখ্য, দ্যা লায়ন কিং একটা প্রজন্মের কাছে কতটা জনপ্রিয়, সেটা এর গ্রহণযোগ্যতা দেখলেই বোঝা যায়। কিন্তু, এই ছবি থিয়েটার রিলিজ করলে, বোঝা যাবে কীরকম ব্যবসা করে এই ছবি।

shah-rukh-khan bollywood Bollywood Actor
Advertisment