/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/mayakumari-759-final.jpg)
'মায়াকুমারী'-র মহরতের ছবি। ফোটো- অরিন্দম শীলের টুইটার
ছবির প্রেক্ষাপট বাংলা ছবির চারের দশক। ডাকসাইটে নায়িকা মায়াকুমারীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিনেতা-পরিচালক কানন কুমারের। অথচ তখন তিনি শীতল ভট্টাচার্যের স্ত্রী। শোনা যায়, মায়াকুমারী ও কাননকুমারের প্রেমের সম্পর্ক ঠিকভাবে নেয়নি তৎকালীন সমাজ। ল্লিশের দশকের জনপ্রিয় অভিনেত্রী মায়াকুমারী ও বিখ্যাত অভিনেতা-পরিচালক কানন কুমারের গল্প বলবেন পরিচালক অরিন্দম শীল।
এদিন হয়ে গেল ছবির মহরৎ। উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির কলা-কুশলীরা। ছবির নাম ‘মায়কুমারী’। ক্যামেলিয়ার প্রযোজনায় এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়। পর্দায় শীতল ভট্টাচার্য রজতাভ দত্ত। তবে অরিন্দমের এই জার্নিতে নয়া সংযোজন সৌরসেনী মৈত্র এবং অর্ণ মুখোপাধ্যায়।
#Maayakumari Subho Muhurut today .... @CamelliaFilms office. @itsmeabir@nrd_camelliagrp@bickramghosh@RituparnaSpeaks@iamarunimaghosh@happyfalaque13@DecalogueMgmtpic.twitter.com/dz75g6XAtG
— Arindam Sil (@silarindam) December 13, 2019
আরও পড়ুন, দ্বিতীয় পুরুষ: খুনের রহস্যে জমজমাট থ্রিলার
#Summer2020 is going to be a lot more special and nostalgic. Here are some moments from the #Muhurat of #Maayakumari.@RituparnaSpeaks@itsmeabir@silarindam@bickramghosh@indrasishroy@bose_anindita10@iamsaaurav@happyfalaque13@AmbarishBhatta6@nrd_camelliagrppic.twitter.com/9oExfdemHx
— Camellia Productions (@CamelliaFilms) December 13, 2019
আরও পড়ুন, শুভশ্রী-অঙ্কুশ শুটিং ফ্লোরে, কী করলেন দেখুন
একশো বছর আগে প্রথম মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘বিল্বমঙ্গল’। সংলাপহীন প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি। সিনেমার সেই যাত্রাই আরও একবার সেলুলয়েডের পর্দায় ফিরে দেখবেন একবার পরিচালক। 'মায়াকুমারী' মিউজিক্যাল ছবি। একশো বছর আগে প্রথম মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘বিল্বমঙ্গল’। সংলাপহীন প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি। সিনেমার সেই যাত্রাই আরও একবার সেলুলয়েডের পর্দায় ফিরে দেখবেন একবার পরিচালক। 'মায়াকুমারী' মিউজিক্যাল ছবি। বিক্রম ঘোষের পরিচালনায় ১২টি গান রয়েছে। যেহেতু পিরিয়ড ছবি তাই পোশাক ও মেকআপের দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us