বলিউডে বিয়ে জ্বর চলেছে ২০১৮ জুড়ে। সেই ট্রেন্ডই জিইয়ে থাকল ২০১৯-এর শুরুতেও। এবার বলিউডের অন্যতম প্রযোজক মুকেশ ভাটের কন্যা সাক্ষী ভাট গাঁটছড়া বাঁধলেন মাজাহিরের সঙ্গে। এই উপলক্ষেই শুক্রবার তাজ ল্যান্ডস এন্ডে আয়োজিত হয়েছিল রিসেপশন পার্টি। আর সেখানেই হাজির ছিল তামাম বলিউড। ছোট-বড় তারকাদের ভিড়ে ছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান, রণবীর সিং, জয়া বচ্চন, হৃতিক রোশন, অক্ষয় কুমার, অনিল কাপুর, বিদ্যা বালান, ভিকি কৌশল, বিপাশা বসুরা। উপস্থিত সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
সাক্ষীর খুড়তুতো বোন পুজা ভাট বিয়ের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
বিয়ের রিসেপশনে শাহরুখ খান, রণবীর সিং ও মহেশ ভাটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, ''মাই বয়েজ''।
View this post on Instagram
my boys ????⭐️
A post shared by Alia ✨⭐️ (@aliaabhatt) on
সাক্ষী ভাট চিত্রপরিচালক- প্রযোজক মুকেশ ভাট ও নীলিমা ভাটের কন্যা।
ক্যামেরায় পোজ দিলেন ভিকি কৌশল। Source: Varinder Chawla
মেয়ের রিসেপশনে খোশমেজাজে মহেশ ভাট। Source: Varinder Chawla
ফোটোগ্রাফারদের উদ্দেশে হেসে পোজ দিলেন অনিল কাপুর। Source: Varinder Chawla
রিসেপশনে পুজা ভাট, অনিল কাপুর, অক্ষয় কুমার, আমির খান ও মহেশ ভাট। Source: Varinder Chawla
নবদম্পতি সাক্ষী ভাট ও মাজাহির। Source: Varinder Chawla
হৃতিক রোশনকেও দেখা গেল পার্টিতে। Source: Varinder Chawla
সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে এলেন বিদ্যা বালান। Source: Varinder Chawla
অনবদ্য সুন্দর রেখা। Source: Varinder Chawla
সস্ত্রীক অমিতাভ বচ্চন। Source: Varinder Chawla
প্রেমিকা পত্রলেখার সঙ্গে দেখা গেল রাজকুমার রাওকে। Source: Varinder Chawla
সবমিলিয়ে জমকালো এক অনুষ্ঠানের সাক্ষী থাকল টিনসেল টাউন।
Read the full story in English