‘মি টু’ ক্যাম্পেনের কোপে পড়লেন এবার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তাঁর নামে যৌন হেনস্থার অভিযোগ আসায় এবার মুকেশকে ছাঁটাই করল ফক্স স্টার হিন্দি। ওই প্রযোজনা সংস্থারই ছবি ‘কিজ্জি অউর ম্যানি’-তে পরিচালক হিসেবে হাতেখড়ি হওয়ার কথা ছিল মুকেশের। নবাগত পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় মুকেশকে সরানো হল বলে এক বিবৃতি জারি করে জানিয়েছে ফক্স স্টার হিন্দি।
এ প্রসঙ্গে টুইটারে ওই প্রযোজনা সংস্থা জানিয়েছে যে, দায়িত্বশীল সংস্থা হিসেবে স্টার ইন্ডিয়া যৌন হেনস্থার মতো অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছে। সেকারণেই ‘কিজ্জি অউর ম্যানি’ ছবির পরিচালক থেকে মুকেশকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে ওই প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি যতক্ষণ না এ ঘটনার তদন্তপ্রক্রিয়া শেষ করছে ততক্ষণ সাসপেনশন ভোগ করবেন মুকেশ।
আরও পড়ুন: ‘প্রচার পেতে আমার বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে’: সুশান্ত সিং রাজপুত
উল্লেখ্য, কয়েকদিন আগে মুকেশের বিরুদ্ধে দুটি যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে। যদিও সে অভিযোগ কার্যত অস্বীকার করে ওই পরিচালক জানান যে, তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তাঁর নামে এ নিয়ে কেউ কুৎসা রটালে, তবে তিনি নিজের সম্মান রক্ষার্থে যে আইনি পদক্ষেপও করবেন, সেকথাও জোর দিয়ে বলেছেন মুকেশ। এমনকি, এসব মিথ্যা অভিযোগের জেরে যে তাঁর কঠোর পরিশ্রম উপেক্ষিত হবে না, সে নিয়েও সরব হয়েছেন তিনি।
অন্যদিকে, এ ছবির অভিনেতা সুশান্ত সিং রাজপুতও বিতর্কে জড়িয়েছেন। ছবির নায়িকা সঞ্জনা সাঙ্ঘির সঙ্গে সুশান্ত দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। শেষমেশ সঞ্জনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট সামনে এনে সুশান্ত এহেন অভিযোগ খারিজ করেছেন। সুশান্তের পাশে দাঁড়িয়েছেন মুকেশও। টুইটারে মুকেশ লিখেছেন যে, এমন কোনও ঘটনাই ঘটেনি।
Read the full story here in English